এটি উড়োজাহাজের সবচেয়ে দীর্ঘতম যাত্রা, প্রায় ১৮ ঘন্টা সময় লাগে আর যাত্রীরা হাঁপিয়ে ওঠেন!

Longest International Flights: মানুষ সাধারণত দূরবর্তী যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজকেই বেছে নেয়। আকাশ পথে যাত্রা করতে যেমন আরামদায়ক তেমন খুব দ্রুত পৌঁছানো যায়। তবে এমন কিছু ফ্লাইট রয়েছে যেখানে যাত্রা করতে প্রায় একটা দিন লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ গামীযাত্রায় মানুষ বিরক্ত হয়ে পড়েন। তাই এই প্রতিবেদনে তেমনি কয়েকটি দীর্ঘগামী উড়োজাহাজের কথা বলা হয়েছে।

আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো মানেই সেটা দীর্ঘপথের যাত্রা হয়ে যায়। বাস্তবেও এমনটাই ঘটে। কিছু প্লেন রয়েছে যেগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়মিত উড়ে চলেছে। তবে কাজের ক্ষেত্রে হোক বা ভ্রমণের ক্ষেত্রে একটু হলেও যাত্রীরা বিরক্ত হয়ে পড়েন আবার কেউ কেউ দীর্ঘযাত্রায় অসুস্থ বোধ করেন।

সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক (Singapore to New York) ও অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ড (Perth to London): একটি বিমান সংস্থার বিশেষ রিপোর্ট অনুযায়ী, আকাশপথে সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক পৌঁছতে প্লেনে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ৪০ মিনিট। পথের মোট দূরত্ব হল ৯৫৭৩ কিলোমিটার। আর অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ৪৫ মিনিট। এর মাঝের দূরত্ব ৮৯৯১ কিলোমিটার।

মেলবোর্ন থেকে ডালাসের (Melbourne to Dallas) ও সৌদি আরব থকে লস অ্যাঞ্জেলস (Saudi Arabia to Los Angeles): আকাশপথে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ইউএস-এর ডালাসে পৌঁছতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ১৫ মিনিট। আবার সুদীর্ঘ যাত্রাপথ রয়েছে সৌদি আরব আর লস অ্যাঞ্জেলসের মধ্যেও। বিমানে চড়ে এই দূরত্ব পার করতে সময় লাগে প্রায় ১৬ ঘণ্টা ৫০ মিনিট। 

ভারতের বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো (Bangalore to San Francisco) ও ফিলিপিন্সের ম্যানিলা থেকে টরোন্টো (Manila to Toronto): ভারতের বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো যেতে আকাশপথে ধৈর্যশীল হতে হবে। কারণ এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ২৫ মিনিট। ফিলিপিন্সের ম্যানিলা থেকে কানাডার টরোন্টো শহরে যেতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা।