এটি ভারতবর্ষের একমাত্র নদী যা উল্টোদিকে প্রবাহিত হয়, জানেন এর নাম কী

Reverse flowing rivers of India: ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এদেশে অনেক ছোট বড় নদী রয়েছে, যেগুলো কোন না কোন কারণে বিখ্যাত, আবার এমনও কিছু নদী রয়েছে যা রহস্যজনকভাবে পরিচিত। তবে এই প্রতিবেদনে এমন একটি নদী সম্পর্কে বলা হয়েছে যা উল্টো দিকে প্রবাহিত হয়। এটা শুনে আপনার অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্য। 

Image

ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকেই প্রবাহিত হয়। এদেশে এমন একটি নদী রয়েছে যা উল্টোদিকে বয়ে চলছে। এরফলে আপনি বলতে পারেন যে নদীও উল্টো দিকে প্রবাহিত হয়। এই নদীটির নাম নর্মদা (Narmada), যা পূর্ব থেকে পশ্চিম দিকে বিপরীতমুখী প্রবাহিত হয়েছে।

ভারতের নর্মদা এমন একটি নদী যা স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। নর্মদা নদীটি গুজরাট ও মধ্যপ্রদেশের প্রধান নদী। দেশের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হলেও নর্মদা নদীটি পূর্ব থেকে পশ্চিমে তার স্রোতের বিপরীতে প্রবাহিত হয়ে আরব সাগরের পতিত হয়েছে।

Image

নর্মদাকে মধ্যভারতের ‘জীবনরেখা’ বলা হয়। এর উৎপত্তিস্থল মাইখাল পর্বতের অমরকন্টক চূড়ায়। নর্মদা নদীর বিপরীত প্রবাহের ভৌগোলিক কারণ হল রিফ্ট ভ্যালি। আসলে রিফ্ট ভ্যালির ঢাল বিপরীত দিকে রয়েছে। এই কারণেই এই নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে।

Image

নর্মদা নদী তার উৎস থেকে ১,৩১২ কিলোমিটার পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। তবে এছাড়াও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে যে, সোনভদ্রের সাথে নর্মদা নদীর বিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু নর্মদার বন্ধু জোহিলার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং এতে ক্ষুব্ধ হয়ে নর্মদা সারা জীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেয় এবং স্রোতের বিপরীতে প্রবাহিত হতে থাকে।