প্রতিটি দেশের নিজস্ব পতাকা রয়েছে, জানেন পৃথিবীর পতাকা দেখতে কেমন

Flag: পৃথিবীর প্রায় সব দেশেরই তাদের নিজস্ব পতাকা রয়েছে। যেমন ভারতবর্ষের তিরঙ্গা। আমাদের এই গর্বের তিরঙ্গা উড়িয়ে গোটা বিশ্বকে জানাতে পারি আমরা ভারতীয়। যখনই আমরা গেরুয়া, সাদা ও সবুজ তিরঙ্গার কথা ভাবি আমাদের অন্তরে অন্তরে আরো দেশপ্রেম সঞ্চার হয়। তেমনি প্রতিটি দেশ তাদের পতাকা নিয়ে গর্ব করে।

কিন্তু কখনো ভেবে দেখেছেন একজন মানুষ যখন পৃথিবীর বাইরে যায়, তখন তার পরিচয় কি হবে বা পুরো পৃথিবীর মানুষকে যদি একত্রিত করে একই পতাকার নিচে রাখা যায় তাহলে কেমন হবে? আসলে, পৃথিবীর নিজস্ব একটি পতাকার চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে সুইডেনের বেকম্যানস কলেজ অফ ডিজাইনের এক ছাত্র অস্কার পার্নেফেল্ট তার প্রজেক্ট তৈরি করেন। 

Image

২০১৫ সালে ডিজাইনার অস্কার পার্নেফেল্ট পৃথিবী গ্রহের আন্তর্জাতিক পতাকা নামে একটি পতাকা প্রস্তাব করেছিলেন। এর নকশায় সাতটি চক্র এবং একে অপরের সাথে সংযুক্ত। যা মাঝখানটিতে ফুলের আকার তৈরি করে। পতাকাটির বৃত্তের সংখ্যা সাতটি মহাদেশকে প্রতিনিধিত্ব করে এবং নীল পটভূমিতে তৈরি করা হয়েছে যা এই গ্রহের অপরিহার্য জলকে প্রতিনিধিত্ব করে। 

অস্কার পার্নেফেল্ট (ছাত্র) বলেছেন যে, এই নীল পৃষ্ঠ হল জীবনের জন্য অপরিহার্য জলের প্রতীক আর ফুলের বাইরের পাপড়িগুলো এক একটি চক্র যা গোলাকার পৃথিবীর প্রতীক এবং এই নীল পৃষ্ঠটি এই মহাবিশ্বের প্রতীক হিসেবে ধরা যেতে পারে। মহাকাশচারীদের ক্ষেত্রে পৃথিবীর বাইরে গেলে এই পতাকাটি তাদের পোশাকের অংশ হয়ে উঠতে পারে।

Image

এই পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২:৩ সমান। অস্কার পার্নেফেল্ট এর ডিজাইন করা পতাকাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। মহাকাশ ভ্রমন ছাড়াও বিশেষ করে মানুষের মঙ্গল গ্রহে পৌঁছানোর জন্য এই পতাকাটির ডিজাইন করা হয়েছে বলে অনুমান করা হয়।