ভারতের এই গ্রামের প্রতিটি ঘরে আইপিএস ও আইএএস অফিসারের জন্ম হয়েছে

ভারতের এই গ্রামকে আইপিএস ও আইএএস এর আঁতুঘর বলা হয়

IPS and IAS villages : দেশের প্রতিটি মেধাবী ছাত্র-ছাত্রী আইপিএস ও আইএএস হওয়ার স্বপ্নে বিভোর থাকে। এর জন্য তারা কঠোর পরিশ্রম করে। এমনকি কেউ কেউ স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাড়ি ছেড়ে দূরে যায়। তবে এটি মোটেই সহজ নয়। দেশের কয়েক লক্ষ ছাত্রছাত্রী ইউপিএসসি পরীক্ষায় বসার পর হাতেগোনা কয়েকজনই আইপিএস ও আইএএস অফিসার হন।

Image

কিন্তু ভারতবর্ষের এমনই একটি গ্রাম রয়েছে যেখানে প্রতিটি ঘরে ঘরে আইপিএস ও আইএএস অফিসারের জন্ম হয়েছে। সেজন্য গ্রামটিকে আইপিএস ও আইএএস অফিসারের আঁতুঘরও বলা হয়েছে। এখানে যে গ্রামটির কথা বলা হয়েছে, তা হল উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মাধোপট্টি (Madhopatti) গ্রাম। আইএএস এর কারখানা নামেও পরিচিত।

Image

দেশকে এই গ্রামটি অনেক আইপিএস অফিসার দিয়েছে। প্রায় প্রতিটি বাড়ি থেকেই এক একজন করে অফিসার বের হয়। যখন দেশের ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়, তখন এই গ্রামটির নাম খবরের শিরোনামে উঠে আসে। ১৯৫২ সালে মাধোপট্টি গ্রামের প্রথম আইপিএস অফিসার হন ডক্টর ইন্দুপ্রকাশ সিং। তিনি ফ্রান্স সহ অনেক দেশের রাষ্ট্রদূতের পদে কাজ করেছেন।

Image

এরপর ইন্দুপ্রকাশের চার জন ভাইও আইএএস অফিসার হন। তারাও দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে, গ্রামটিতে মোট ৭৫টি পরিবার রয়েছে, যার মধ্যে ৪৭ জন আইপিএস ও আইএএস অফিসার। এছাড়াও ওই গ্রামের ৫১ জন ISRO, ওয়ার্ল্ড ব্যাংক এর মতো বড় বড় সংস্থার হয়ে কাজ করছেন।

Image

তবে এও জানা গেছে যে, মাধোপট্টি গ্রামের বেশিরভাগ আইপিএস ও আইএস অফিসাররা ব্যস্ততার কারণে তাদের আত্মীয় স্বজনদের সাথে খুব কমই যোগাযোগ করতে পারেন। জানিয়ে রাখি, IPS এর পূর্ণরূপ হল ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা ভারতীয় পুলিশ পরিষেবা। আর, IAS এর পূর্ণরূপ হল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ভারতীয় প্রশাসনিক পরিষেবা।