GK প্রশ্ন : জানেন ভারত কোন দেশকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে?

কোন সাপের দংশনে মানুষ অন্ধ হয়ে যেতে পারে?

General Knowledge Quiz : ভারতের এমন অনেক প্রতিবেশী দেশ রয়েছে যেগুলি একাধিক রাজ্যের সাথে তার সীমানা ভাগ করেছে। এর মধ্যে একটি দেশকে ভারত তিন দিক দিয়ে ঘিরে রেখেছে! আপনি কি জানেন সেই দেশটির নাম? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ রামমোহন রায়কে রাজা উপাধিটি কে দিয়েছিলেন?
উত্তরঃ দ্বিতীয় আকবর।

২) প্রশ্নঃ ডুবে যাওয়ার টাইটানিক জাহাজটি কত সালে খুঁজে পাওয়া গিয়েছিল?
উত্তরঃ ১৯৮৬ সালে।

Image

৩) প্রশ্নঃ পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কী?
উত্তরঃ পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম ব্রেন।

৪) প্রশ্নঃ ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা কত সাল থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৫৩ সালে।

৫) প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয়?
উত্তরঃ উগান্ডাদেশকে আফ্রিকা মহাদেশের মুক্ত বলা হয়।

৬) প্রশ্নঃ পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয়?
উত্তরঃ মেক্সিকোকে পৃথিবীর গুদাম ঘর বলে।

৭) প্রশ্নঃ কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে কী বলা হয়?
উত্তরঃ ভুতুড়ে রামধনু বা Fogbow.

Image

৮) প্রশ্নঃ কোন সাপ কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায়?
উত্তরঃ কিং কোবরা কামড়ালে চোখের রেটিনার কোষগুলি খুবই ক্ষতিগ্রস্ত হয়। সম্ভবত মানুষ এই কারণে অন্ধ হয়ে যায়।

৯) প্রশ্নঃ আইসক্রিমকে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ আইসক্রিমকে বাংলায় কুলফি মালাই বা বরফ মালাই বলে।

১০) প্রশ্নঃ জানেন ভারত কোন দেশকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে?
উত্তরঃ বাংলাদেশকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ভারত। আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা বাংলাদেশের সীমান্ত রয়েছে।