ভারতবর্ষের কোন রাজ্যে স্বাধীনতা দিবস পালিত হয় না, ৫০% মানুষের অজানা

এই বছর ভারত স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করবে। স্বাধীনতার এই মধুর উৎসবে সারাদেশ উদযাপনের জন্য প্রস্তুতিতে ব্যস্ত। ৭৫তম বার্ষিকী উপলক্ষে ‘হার ঘর তিরঙ্গা’ অভিযান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। কিন্তু দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় না। 

এই প্রতিবেদনে ভারতের ক্ষুদ্রতম গোয়া রাজ্যটির কথা বলা হয়েছে, যা একমাত্র রাজ্য যেখানে স্বাধীনতা দিবস উদযাপন হয় না। আসলে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও গোয়া কিন্তু পর্তুগীজদের দ্বারা শাসিত রাজ্য ছিল। তাই গোয়া রাজ্যটি ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে না।

জানিয়ে রাখি, গোয়াতে প্রায় ৪০০ বছর ধরে পর্তুগিজরা শাসন ও শোষণ চালিয়ে এসেছে। কিন্তু গোয়া ছিল ভারতের স্বাধীনতার পরেও এক পরাধীন রাজ্য। অবশেষে ভারতীয় সশস্ত্র বাহিনী দেশ স্বাধীন হওয়ার প্রায় ১৪ বছর পর ১৯৬১ সালে গোয়াকে পর্তুগিজদের হাত থেকে উদ্ধার করে। এর আগেও ভারত সরকার গোয়াকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল কিন্তু পর্তুগিজরা গোয়া ছাড়তে রাজি হয়নি।

Image

উল্লেখ্য ১৫১০ সালে আলবুকার্কের নেতৃত্বে পর্তুগিজরা গোয়া আক্রমণ করেছিল। এরপর থেকে গোয়া পর্তুগিজদের নিয়ন্ত্রণে চলে আসে। প্রকৃতপক্ষে গোয়া মশলা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়, যেখান থেকে তারা প্রচুর লাভ করেছিল। এই কারণেই তারা এতদিন গোয়ার উপর তাদের শাসন বজায় রেখেছিল।