অবাক তথ্য: বিশ্বের এই দেশটিতে অপরাধীদের ‘দেবতা’ মনে করে পূজা করা হয়

When the criminal is the god: সারা বিশ্বের অপরাধীদের সর্বদা তুচ্ছ চোখে দেখা হয়। কেননা যে অপরাধীদের দ্বারা সংঘটিত অপরাধগুলো কখনো কখনো এত জঘন্য হয়ে যায় তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি কেউ দেখাতে পারেনা। সুতরাং আমাদের ছোটবেলা থেকে অপরাধীদের থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয় যাতে আমরাও তাদের প্রভাবে এসে কোন অন্যায় না করি।

সমাজে খুব কম মানুষই রয়েছেন যারা অপরাধীদের সাথে মেলামেশা করে। এমনকি তাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে অপরাধীদের পূজা করা হয়। এদেশের মানুষ অপরাধীদের দেবতা হিসেবে পূজা করে। এটি আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও, তা সত্যি। এমনটাই ঘটে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার একটি এলাকায়।

Image

ভেনেজুয়েলার ওই এলাকার মানুষেরা মৃত অপরাধীদের প্রতিমাও পূজা করে। এই অপরাধীদের ঈশ্বরের নাম দেওয়া হয়, যাকে স্প্যানিশ ভাষায় ‘সন্তোষ ম্যালান্দ্রস’ বলা হয়। এক জায়গায় কুখ্যাত এবং ভয়ঙ্কর অপরাধীদের মূর্তিও স্থাপন করা হয়েছে, যাদের দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন।

আসলে ভেনেজুয়েলায় এই অপরাধীদের ভাবমূর্তি রবিনহুডের মত হয়েছে। এই সমস্ত অপরাধীরা ধনী লোকেদের কাছ থেকে লুট করা অর্থ দরিদ্রদের মধ্যে বিতরণ করতো। স্থানীয়রা এই অপরাধীদের পূজা করে, কারণ তারা কাউকে হত্যা করেনি।

Image

তারা শুধু ধনীদের থেকে লুট করেছে। সেখানে তারা অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে অনেক সাহায্য করেছে। স্থানীয় লোকেরদের বিশ্বাস করে যে, তাদের অপরাধের দেবতা সন্তোষ ম্যালান্দ্রস খুবই ভালো কাজ করেছে, যার জন্য তাদের পুরস্কৃত করা উচিত। এমনকি তাদের পূজা না করা হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে।