জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করলে ফল খুব ভালো পাওয়া যায়

হিন্দু শাস্ত্র অনুযায়ী, অন্ধের মত যে কোন ভগবানের প্রার্থনা করলে ফল পাওয়া যায় না। তাই আপনি যে বারে জন্মেছেন সেই মতো ঈশ্বরের আরাধনা করলে ফল খুব ভালো পাওয়া যায়। এমনটা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ তো হবেই সেই সাথে আসন্ন কোন বিপদ ঘটার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। 

☞ এবার জেনে নিন, জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করা উচিত:-

ঘট স্থাপন ছাড়া কি ঠাকুরের নিত্য পূজা করা সম্ভব? - Quora

রবিবার: এই দিনে জন্মালে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। তবে মন চাইলে আপনি ভগবান বিষ্ণুর যেকোনো একটি অবতার, যেমন রাম কিংবা শ্রীকৃষ্ণেরও পুজো করতে পারেন।

সোমবার: এই দিনটি হলো ভগবান শিবের। যদি কারো সোমবারে জন্ম হয়ে থাকে তাহলে ভগবান শিবের আরাধনা করা উচিত।

মঙ্গলবার: কারো জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে অবশ্যই হনুমানজির আরাধনা করা উচিত। এমনটা করলে তার মনের ইচ্ছা পূরণ হতে খুব একটা সময় লাগবে না। 

বুধবার: এই দিনে কেউ জন্মালে তিনি ঘরে ভগবান গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন। এমনটা বিশ্বাস করা হয় যে, বুধবারে গনেশ জির আরাধনা করলে দারুণ ফল পাওয়া যায়।  

বৃহস্পতিবার: সোমবারের মতোই এই দিনটিও ভগবান শিবের। তাই যারা এই দিনে জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিত এই সর্বশক্তিমানের আরাধনা করেন তাহলে মনের ইচ্ছা পূরন হতে বেশি সময় লাগবে না।

শুক্রবার: শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি সপ্তাহের এই দিনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে মা দুর্গার পূজা করা উচিত। মন চাইলে, মা দুর্গার যে কোন রূপেরও পূজা করা যেতে পারে।

শনিবার: আপনি যদি সপ্তাহান্তে জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ শনিবারে, তাহলে হনুমানজি কিংবা কালভৈরবের পুজো করা অবশ্যই উচিত।