ভুল করেও যদি ট্রেনের এই কামরায় উঠে পড়েন, জেল ও জরিমানা দুই-ই হতে পারে

ট্রেনের যে বগিতে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ

Indian Railways: ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম, যার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। সাধারণত লোকেরা দূরপাল্লা ভ্রমণের জন্য ট্রেনকেই বেছে নেন, কারণ এতে ভ্রমণ করা যেমন সহজ, তেমন খরচের দিক দিয়েও অনেক কম। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু ক্যাটাগরি তৈরি করেছে রেল।

এত বড় নেটওয়ার্ক সুষ্ঠুভাবে চালাতে কিছু নিয়ম করেছে রেল। যাইহোক, আপনি যে বগিতে টিকিট নিয়েছেন সেই বগিতে ভ্রমণ করা উচিত। কিন্তু জানেন কি ট্রেনে এমন একটি বক্স থাকে, যেটিতে ভুল করেও উঠে পড়লে জেল হতে পারে? রেলের এই নিয়মের কথা খুব কম মানুষই জানেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক…

সবাই জানে ট্রেন যাত্রা খুবই আরামদায়ক। ট্রেনে জেনারেল, স্লিপার ও এসি ক্যাটাগরির কোচ দেখা যায়। এগুলি ছাড়াও রেলওয়েতে একটি কোচ রয়েছে, যেখানে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ।। আসলে, প্যান্ট্রি কার (Pantry car) সম্পর্কে বলা হয়েছে। ট্রেনের প্যান্ট্রি কার কোচে কোনো ব্যক্তিকে ভ্রমণ করতে দেখা গেলে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও হতে পারে।

প্যান্ট্রি কার হল ট্রেনের একটি বিশেষ কোচ যেখানে খাবার তৈরি করা হয়। রেলের নিয়ম অনুযায়ী ট্রেনের প্যান্ট্রি কারে কোনো যাত্রী ভ্রমণ করতে পারবেন না। তবে যাত্রীরা প্যান্ট্রি কারে প্রস্তুত খাবার অর্ডার করতে পারেন। কোনো যাত্রীকে এমনটি করতে দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Image

এছাড়াও রেল যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি বগিতে ইমারজেন্সি অ্যালার্ম ইন্সটল করা আছে। যাতে এই অ্যালার্ম চেইন টেনে কোন জরুরী পরিস্থিতিতে ট্রেন থামানো যায়। তবে উপযুক্ত কারণ ছাড়া ট্রেনের অ্যালার্ম চেইন টানলে ১০০০ টাকা জরিমানা বা এক বছর পর্যন্ত জেল হতে পারে।

error: Content is protected !!