এই জিনিসগুলো আপনার সাথে ঘটে থাকলে বুঝবেন পূর্বজন্মের সাথে কোন সম্পর্ক রয়েছে

পূর্বজন্ম নিয়ে অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না। কিন্তু অনেক সাইক্রিয়াটিস্ট পূর্বজন্মের উপর গবেষণা করে এমন কিছু লক্ষণের আবিষ্কার করেছেন যেগুলো মানুষের সাথে ঘটে থাকলে বলা হয় তার পূর্ব জন্মের সাথে কোন যোগ রয়েছে। কি সেই লক্ষণগুলি —

১) অপরিচিত ভয়: আমরা ছোটবেলা থেকে কোন না কোন জিনিসকে ভয় পায়, সে অন্ধকার হোক বা অন্য কিছু হতে পারে। কিন্তু কোনো কারণ ছাড়াই কেউ যদি কোন কিছু নিয়ে মারাত্মক ভয় পান অথচ তার কারণ না জানা থাকে; এর অর্থ তার সাথে পূর্বজন্মের কোন সম্পর্ক রয়েছে।

How imagination can help people overcome fear and anxiety

২) ঘুরেফিরে একই স্বপ্ন: ঘুমের মধ্যে স্বপ্ন আসাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একই ধরনের কোনো স্বপ্ন যদি বারবার দেখেন, এমনকি সেই স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর আবার সেখান থেকেই স্বপ্ন শুরু হয় তাহলে এর অর্থ পূর্বজন্মের সাথে আপনার কোন যোগ রয়েছে।

பெண்கள் கனவில் வரும் அந்த விஷயம்..! இது தான் காரணமாம்..!

৩) অপরিচিত জায়গা: অনেক সময় ঘুরতে গিয়ে এমন কোন জায়গা দেখলেন, সেখানে সবকিছুই একটু হলেও কেমন যেন চেনা লাগছে কিংবা মনে হচ্ছে এর আগে কখনো এসেছিলেন। এমনটা হয়ে থাকলে সাইক্রেটিস্টরা বলছেন, এর সাথে পূর্বজন্মের কোন সম্পর্ক রয়েছে।

Country Fence wallpaper | 2560x1440 | #5934

৪) রহস্যময় স্মৃতি: প্রতিদিনই নানান ঘটনা ঘটে চলেছে কিন্তু এমন কোন ঘটনা যেটা আপনার সাথে ঘটেনি অথচ মনে হচ্ছে আপনি তার সাথে যুক্ত রয়েছেন, এমনকি সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। এমনট কোন ঘটনা আপনার সাথে ঘটলে নিশ্চিত পূর্বজন্মের সম্পর্ক রয়েছে।

Street harassment 'relentless' for women and girls - BBC News

৫) অপরিচিত কিন্তু চেনা: আপনার সাথে যদি এমন কোন ব্যক্তির দেখা হয় অথচ তাকে চেনেন না কিন্তু খুব পরিচিত লাগে কিংবা তাকে দেখে ভীষণ ঘৃণা করতে ইচ্ছা হয়; এই ক্ষেত্রেও হতে পারে আপনার তার পূর্বজন্মের কোন যোগাযোগ রয়েছে।

Women's experiences of stranger harassment linked to PTSD symptoms through shame, self-blame, and fear

সবশেষে জানিয়ে রাখি, পূর্বজন্মের উপর আজ অব্দি বহু গবেষণা করা হয়েছে, সেখান থেকে অনেক থিওরি বেরিয়ে এলেও কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি, যে এটি আদৌ সত্য কিনা।