ইন্টারভিউ প্রশ্ন: কোন জিনিস না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয়?

Interview Questions: দেশের প্রত্যেকটি মেধাবী ছাত্রের স্বপ্ন থাকে আইএএস অফিসার বা আইপিএস অফিসার হওয়া। এর পেছনে তাদের অনেক কঠোর পরিশ্রম থাকে। ভারতবর্ষে প্রতিবছর ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষা হয়। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয় কিন্তু তাতে কয়েকজনই সফল হতে পারে।

আইএএস ইন্টারভিউ প্রশ্ন সবসময় শিরোনামে থাকে। বিভিন্ন ধরনের প্রশ্নের পাশাপাশি প্রার্থীর প্রেজেন্টস অফ মাইন্ড সম্পর্কেও পরীক্ষা করা হয়। অনেক ধাঁধার প্রশ্ন করা হয়, যার ফলে প্রার্থীরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে। বিগত কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার তা উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: কোন জিনিস গরিবরা ফেলে দেয় কিন্তু ধনীরা পকেটে রাখে?
উত্তর: সর্দির লাগলে গরিবরা নাকের জল ফেলে দেয় আর ধনীরা রুমাল দিয়ে মুছে পকেটে রাখে।

২) প্রশ্ন: কোন খেলায় ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায়?
উত্তর: লুডু খেলা।

৩) প্রশ্ন: কোন জিনিস মেয়েরা দুবার পায় আর ছেলেরা একবার?
উত্তর: কুমারী/শ্রীমতি (Miss/Mrs)

৪) প্রশ্ন: স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারেনা?
উত্তর: স্বপ্ন।

৫) প্রশ্ন: স্ত্রীর টা দেখা যায়, কিন্তু মায়ের দেখা যায় না, কোন জিনিস?
উত্তর: মায়ের বিয়ে।

৬) প্রশ্ন: বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না কেন?
উত্তর: বৃষ্টি একটা মেয়ের নাম।

৭) প্রশ্ন: ছেলেরা ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা আরও কি চায়?
উত্তর: শপিং করতে।

৮) প্রশ্ন: বিয়ের পর মেয়েরা বাবার কোন জিনিস ফেরত দেয়?
উত্তর: পদবী।

৯) প্রশ্ন: কোন জিনিস ছেলেদের শক্ত আর মেয়েদের নরম?
উত্তর: মন।

১০) প্রশ্ন: লম্বা কোন জিনিসটা মেয়েরা খুব পছন্দ করে?
উত্তর: কালো চুল।

Image

১১) প্রশ্ন: হাত, পা ও পিঠ নেই, কিন্তু দিবারাত্র চলে?
উত্তর: নৌকা।

১২) প্রশ্ন: কোন ফুল উল্টে দিলে পাখি হয়ে যায়।
উত্তর: জবা > বাজ।

১৩) প্রশ্ন: কে সব সময় আপনার সামনে থাকে, কখনো পিছনে যায় না?
উত্তর: আপনার ভবিষ্যৎ।

১৪) প্রশ্ন: গরম নয় আবার ঠান্ডাও নয়। তবুও আমরা ফুঁ দিয়ে খাই কি?
উত্তর: খোসাযুক্ত বাদাম।

১৫) প্রশ্ন: কোন জিনিস না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয়?
উত্তর: দাঁত মাজার ব্রাশ (প্রতিটি বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়েছিল)।