মেয়েদের কোন জিনিসটা না থাকলে, তারা আঙ্গুল দিয়েই কাজ চালিয়ে নেয়?

কি সেই জিনিস না থাকলে মেয়েরা হাতে করেই করে?

Interview Questions: বিগত কয়েক বছরের চাকরির পরীক্ষাগুলি ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যা শুনে প্রার্থীরা বিভ্রান্ত হয়েছেন আবার কেউ কেউ লজ্জায় মুখ লুকিয়েছেন। আসলে ইন্টারভিউ যারা নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন করেন, তা শুনে অনেকেই ঘাবড়ে যান। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আসলে এই ধরনের প্রশ্নগুলি শুনে কঠিন মনে হলেও এর উত্তর প্রশ্নের মধ্যেই থাকে।

১) প্রশ্নঃ ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ এই রহস্যময় স্থানটি কোন সাগরে অবস্থিত?
উত্তরঃ আটলান্টিক মহাসাগরে।

২) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে কোন ভাষায় মানুষ বেশি কথা বলে থাকেন?
উত্তরঃ চৈনিক বা ম্যান্ডারিন ভাষায়।

৩) প্রশ্নঃ ‘মানব ক্যালকুলেটর’ নামে কে পরিচিত?
উত্তরঃ শকুন্তলা দেবী। দুটি ১৩ ডিজিটের গুণফল ২৮ সেকেন্ডের মধ্যে বের করেছিলেন তিনি।

৪) প্রশ্নঃ বলুন তো জাপানি মুদ্রার নাম কী?
উত্তরঃ জাপানি ইয়েন।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি কখনো কারও পরাধীন থাকেনি?
উত্তরঃ নেপাল।

৬) প্রশ্নঃ SIM কার্ড এর পূর্ণরূপ কী?
উত্তরঃ সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল।

৭) প্রশ্নঃ ফাইডোমিটার কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ সমুদ্রের গভীরতা মাপার ক্ষেত্রে।

৮) প্রশ্নঃ দাদাসাহেব পুরস্কার দেওয়া হয় কিসে অবদান রাখার জন্য?
উত্তরঃ চলচ্চিত্র।

৯) প্রশ্নঃ দেহের কোন অংশ জন্মের পর আসে এবং মৃত্যুর আগেই চলে যায়?
উত্তরঃ দাঁত।

১০) প্রশ্নঃ মানুষের মতোই হুবহু চিন্তা করতে পারে কোন প্রাণীটি?
উত্তরঃ ডলফিন।

১১) প্রশ্নঃ রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন?
উত্তরঃ দেশের রাষ্ট্রপতি।

১২) প্রশ্নঃ এমন কোন জিনিস যা আমাদের শরীরে এবং গাছেও হয়?
উত্তরঃ তিল।

Image

১৩) প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি?
উত্তরঃ জীভ।

১৪) প্রশ্নঃ মহাকাশের প্রথম যে ফুলটি ফুটেছে তার নাম কী?
উত্তরঃ জিনিয়া ফুল।

১৫) প্রশ্নঃ মেয়েদের কোন জিনিসটা না থাকলে, তারা আঙ্গুল দিয়েই কাজ চালিয়ে নেয়?
উত্তরঃ টুথব্রাশ (বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়)।