ইন্টারভিউ প্রশ্ন : জল তো আমরা সকলেই পান করি, জানেন তার বয়স কত?

আপনি যে জলটা পান করছেন, তার বয়স কত জানেন?

General Knowledge Quiz : সরকারি হোক অথবা বেসরকারি যেকোন ধরনের চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম উপায় হল সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়মিত জেনে রাখা উচিত। এগুলি আমাদের নলেজকে বৃদ্ধি করতেও সাহায্য করে এবং দেশ-বিদেশ সম্পর্কে নানান তথ্য জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে..

১) প্রশ্নঃ কোন গাছ পরিবেশে সবথেকে বেশি অক্সিজেন সরবরাহ করে থাকে?
উত্তরঃ বটগাছ সব থেকে বেশি অক্সিজেন সরবরাহ করে।

২) প্রশ্নঃ প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি (Narendra Modi) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
উত্তরঃ গুজরাট রাজ্য।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ১৮৫৮ সালে কলকাতা শহরে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) নামে পরিচিত।

৪) প্রশ্নঃ আগুন নেভানোর জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে মানুষ বাস করে না?
উত্তরঃ ভারতের রাজস্থান রাজ্যের কুলধারা (Kuldhara) গ্রামে ভূতের ভয়ে মানুষ বাস করে না।

৬) প্রশ্নঃ কোথায় গেলে সূর্যকে (Sun) সাদা রঙের দেখায়?
উত্তরঃ মহাকাশ থেকে সূর্যকে সাদা রঙের দেখায়।

৭) প্রশ্নঃ কোন ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলিউড বলা হয়?
উত্তরঃ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলিউড (Kollywood) বলা হয়।

৮) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক (Rail Network) ভারতে রয়েছে, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে।

৯) প্রশ্নঃ কতগুলো মশা (Mosquitoes) একসঙ্গে কামড়ালে মানুষের শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলতে পারে?
উত্তরঃ প্রায় ১২ লক্ষ মশা।

Image

১০) প্রশ্নঃ জল তো আমরা সকলেই পান করি, জানেন তার বয়স কত? ?
উত্তরঃ আমাদের পৃথিবীতে যে জল রয়েছে তা প্রায় ৫ বিলিয়ন বছর ধরে রয়েছে। কারণ এখনও পর্যন্ত মানুষ নতুন করে জল তৈরি করতে পারেনি। যে জল পৃথিবীতে রয়েছে তা বারবার জলচক্রাকারে পরিবর্তিত হয়।