Current Affairs : ‘ইন্ডিয়া’র পরিবর্তে দেশের নাম ‘ভারত’ হলে কত টাকা খরচ হবে?

দেশের নাম ‘ভারত’ পরিবর্তন করা হলে কত টাকা খরচ পড়বে?

Current Affairs : চলতি মাসের অনুষ্ঠিত হতে চলা G20 বৈঠকে বিদেশ মন্ত্রীদের পাঠানো আমন্ত্রপত্রে ‘রিপাবলিক অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (Bharat) লেখা আছে, যা নিয়ে শোরগোল দেখা দিয়েছে বিরোধী মহলে। এখন প্রশ্ন হল, দেশের নাম যদি ইন্ডিয়ার পরিবর্তে ভারত করা হয় তাহলে কত টাকা খরচ হবে? যাইহোক এই প্রতিবেদনে এমনি কিছু সাম্প্রতিক তথ্যগুলি তুলে ধরা হলো।

১) প্রশ্নঃ সম্প্রতি ভারতের কোন রাজ্যটি হ্রদ পরিষ্কার রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক পদ্ধতি গ্রহণ করেছে?
উত্তরঃ মেঘালয় রাজ্য তার সুন্দর পর্যটন কেন্দ্র উমিয়াম হ্রদকে পরিষ্কার রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম রোবোটিক প্রযুক্তি গ্রহণ করেছে।

Meghalaya uses AI-enabled tech to clean up tourist hotspot Umiam lake

২) প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের চাল GI ট্যাগ পেয়েছে?
উত্তরঃ ওড়িশার ‘কোরাপুট কালাজিরা চাল’, যার অনন্য সুগন্ধ এবং পুষ্টিগুণের জন্য জিআই ট্যাগের মর্যাদা পেয়েছে।

Image

৩) প্রশ্নঃ জাতীয় গগনচুম্বি দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ গগনচুম্বি দিবস প্রতিবছর ৩রা সেপ্টেম্বর মানুষের কল্পনাকে জাগানোর জন্য পালন করা হয়।

৪) প্রশ্নঃ ISRO কর্তৃক সৌর পর্যবেক্ষণ মিশনের উদ্দেশ্য কী?
উত্তরঃ সৌর মন্ডলের বায়ুমণ্ডলীয় গতিবিধি অধ্যয়ন করা।

৫) প্রশ্নঃ ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও, চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তরঃ জয়া ভার্মা সিনহা (Jaya Verma Sinha)।

Image

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি আধার লিঙ্কযুক্ত জন্ম নিবন্ধন (ALBR) চালু করার প্রথম রাজ্য হয়ে উঠেছে?
উত্তরঃ নাগাল্যান্ড।

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম শতভাগ ইথানল জ্বালানিযুক্ত (Ethanol Fueled Car) গাড়ির উদ্বোধন করেছেন কোন ভারতীয় মন্ত্রী?
উত্তরঃ সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গরগরি।

Image

৮) প্রশ্নঃ সম্প্রতি ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস কার জন্মবার্ষিকী স্মরণে উদযাপন করা হয়েছে?
উত্তরঃ হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ সিং (Major Dhyan Chand Singh)।

৯) প্রশ্নঃ সম্প্রতি নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘দ্য গ্রান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ পুরস্কারে ভূষিত করেছে কোন দেশ?
উত্তরঃ গ্রিসের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে ‘দ্য গ্রান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ পুরস্কারে ভূষিত করেছেন, যা এটি গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান।

Image

১০) প্রশ্নঃ ‘ইন্ডিয়া’র পরিবর্তে দেশের নাম ‘ভারত’ হলে কত টাকা খরচ হবে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার আইনজীবী ড্যারেন অলিভিয়া একটি দেশের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় যে খরচ হয় তার ফর্মুলা তৈরি করেছেন। সেই হিসেবে ‘ইন্ডিয়া’র নাম পরিবর্তন করে ‘ভারত’ হলে ১৪,০০০ কোটিরও বেশি খরচ পড়বে।