সাধারণ মানুষ কবে রাম মন্দির দর্শন করতে পারবে, কত টাকা ফি দিতে হবে? জেনে নিন কিছু প্রশ্নের উত্তর

রাম মন্দির দর্শনে কত টাকা ফি দিতে হবে সাধারণ মানুষকে?

Ram Mandir in Ayodhya: অযোধ্যায় রাম মন্দিরে আগামী ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশ ও বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিরা। তবে রাম মন্দির নিয়ে এখন সাধারণ মানুষের চরম কৌতূহল রয়েছে এবং এই রাম মন্দির সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তরও এই প্রতিবেদনের মাধ্যমে দেওয়া হলো।

প্রশ্নঃ মন্দির দেখভাল করবে কে?
উত্তর: রাম মন্দিরের ব্যবস্থাপনা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। মন্দির নির্মাণেও ট্রাস্ট নজরদারি করছে। দেশের বিখ্যাত নির্মাণ কোম্পানি লোরসাম অ্যান্ড টুব্রো মন্দির নির্মাণে নিয়োজিত রয়েছে।

প্রশ্নঃ সাধারণ মানুষ কবে দর্শন লাভ করতে পারবে?
উত্তর: ২২শে জানুয়ারী প্রাণ প্রতিষ্টার পর, সাধারণ মানুষেরা পরের দিন অর্থাৎ ২৩শে জানুয়ারী থেকে রামলালার দর্শন করতে পারবেন। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ২২ জানুয়ারি সাধারণ মানুষের জন্য দর্শনের কোনও ব্যবস্থা নেই। আগামী দিন থেকে তাদের জন্য দরজা খুলে যাবে।

Image

প্রশ্নঃ মন্দির দিনে কতক্ষণ খোলা থাকবে?
উত্তর: অযোধ্যার রাম মন্দির সাধারণ ভক্তদের দর্শনের জন্য সকাল ৭টা থেকে ১১:৩০টা পর্যন্ত এবং তারপরে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। বিকেলে মন্দির প্রায় আড়াই ঘণ্টা ভোগ ও বিশ্রামের জন্য বন্ধ থাকবে।

প্রশ্ন: রাম মন্দিরে আরতির সময় কী?
উত্তর: রাম মন্দিরে দিনে তিনবার রামলালার আরতি করা হয়। প্রথম – সকাল সাড়ে ছয়টায় যাকে জাগরণ আরতি বলা হয়। দ্বিতীয় – দুপুর ১২টায় যাকে ভোগ আরতি বলা হয় এবং তৃতীয় ৭:৩০টায় যাকে সন্ধ্যা আরতি বলা হয়।

Image

প্রশ্নঃ রাম মন্দির দর্শনের জন্য কি কোন ফি দিতে হবে?
উত্তর: অযোধ্যার রাম মন্দিরে দর্শন বিনামূল্যে। রামলালার দর্শনের জন্য কোনো প্রকার ফি দিতে হবে না। দিনে তিনবার আরতি হয়, এর জন্য একটি পাস নিতে হবে। যাদের পাস আছে কেবল তারাই আরতিতে অংশ নিতে পারবেন। অযোধ্যার রাম মন্দিরে আরতিতে অংশ নিতে, রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে পাস নেওয়া যেতে পারে। পাসের জন্য একটি বৈধ পরিচয়পত্র থাকা আবশ্যক।

প্রশ্ন: রাম মন্দির নির্মাণে কত টাকা খরচ হয়েছে?
উত্তর: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, যা রাম মন্দিরের নির্মাণ কাজের দেখাশোনা করছে, মন্দির নির্মাণের ব্যয় আনুমানিক ১৮০০ কোটি টাকা। যার মধ্যে রয়েছে উপাদান খরচ, যন্ত্রপাতি, শ্রম খরচ ইত্যাদি।

Image

প্রশ্নঃ রাম মন্দিরে আর কার মূর্তি আছে?
উত্তর: অযোধ্যার নতুন রাম মন্দিরে চার কোণে আরও চারটি দেবতার মন্দির রয়েছে। যেখানে ভগবান শিব, ভগবান সূর্য, মাতা ভগবতী এবং ভগবান গণেশ। এছাড়াও এখানে রয়েছে অন্নপূর্ণা মাতা ও হনুমানজির মন্দির।