‘টারজান দ্যা ওয়ান্ডার কার’-র সুপার গাড়িটি আজ কেমন অবস্থায় আছে, নিজের চোখেই দেখে নিন

Tarzan the Wonder Car: ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ মুভিটা যখন মুক্তি পেয়েছিল তখন সকলেই আমরা এই মুভির মাধ্যমে আমাদের শৈশবের স্বপ্নের গাড়িকে খুঁজে পেয়েছিলাম। এটি ছিল প্রথম ভারতীয় মডিফাইড গাড়ি যা ২০০২ সালে নতুন দিল্লির একটি অটো শো-তে লঞ্চ করা হয়েছিল। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন বৎসল শেঠ, আয়েশা টাকিয়া এবং অজয় দেবগন।  

Image

১৯৯১ সালের বিখ্যাত গাড়ি টয়োটা এমআর২ এর উপর ভিত্তি করে এই গাড়িটি তৈরি করা হয়েছিল। এই গাড়িটিকে মিটসবুসি এলসিপস এবং ফেরারি ৩৪৮ এর সাথেও তুলনা করা হয়। এই সুপার কারটির অসাধারণ ডিজাইন এবং ঝকঝকে বেগুনী রং দেখে আর কেউ চোখ ফেরাতে পারেনি।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা বৎসল শেঠকে অনেকেই ‘টারজান ওয়ালা’ নায়ক হিসেবেই চিনতো। যদিও এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর গাড়িটি বাজারে আসার কথা ছিল কিন্তু তা আর হয়নি। ফলে এই গাড়িটিকে নিয়ে স্বপ্ন দেখা মানুষেরাও বন্ধ করে দেয়।

Image

যাইহোক, বর্তমানে বলিউডের এই সবচেয়ে সুন্দর গাড়িটি আজ ময়লা আবর্জনায় জর্জরিত হয়ে রয়েছে এবং কিছু পার্টস ভেঙ্গেও গিয়েছে। খবর সূত্রে জানা যায়, ২০০৭ সালে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে এবং সেই থেকেই একটি গ্যারেজে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Image

Image

Image

Image

একসময় গাড়ি নির্মাতারা ‘টারজান দ্যা ওয়ান্ডার কার’কে দু কোটি টাকায় নিলামে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু কিছু বছর পর ৩৫ লাখে নেমে আসে। বর্তমানে গাড়িটির যিনি মালিক তিনি একটি গ্যারেজে রেখে এসেছেন যাতে পুনরুদ্ধার করে কিছুটা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তবে গাড়িটির বর্তমান অবস্থা দেখে খুবই খারাপ লাগে কারণ এটি আমাদের শৈশবের স্বপ্নের গাড়ি ছিল।