‘ফির হেরাফেরি’র সেই কলা চাওয়া মেয়েটিকে এখন কেমন দেখতে হয়েছে জানেন?

বাবু ভাইয়া’র কাছ থেকে কলা চাওয়া মেয়েটিকে এখন দেখলে আর চিনতে পারবেন না

বলিউডে প্রতিবছরই জোড়া খানিক করে কমেডি ছবি মুক্তি পায়। তার মধ্যে অন্যতম একটি সিনেমা হল ২০০৬ সালের ‘ফির হেরাফেরি’ (Phir Hera Pheri)। সেখানেই এক ছোট্ট মেয়ের অভিনয় দর্শকদের নজর কাড়ে। ভীষণ মিষ্টি সেই বাচ্চা মেয়েটিকে বাবু ভাইয়ার কাছে কলা চাইতে দেখা গিয়েছিল। ওই চরিত্রে অভিনয় করা মেয়েটি আজ আর ছোট নেই। 

বলিউড তারকা অক্ষয় কুমারকে (Akshay Kumar) মুখ্য ভূমিকায় দেখা যায় ওই ছবিতে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল (Paresh Rawal), সুনীল শেট্টি (Sunil Shetty) মতো স্টাররা। বক্স অফিস দারুন সাফল্য লাভ করেছিল। এই ছবিতেই অ্যাঞ্জেলিনা ইদনানি শিশু শিল্পী হিসেবেই অভিনয় করেন।

Image

১৯৯৭ সালের ৩০শে অক্টোবর জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলিনা ইদনানি (Angelina Idnani)। মাত্র‌ ৯ বছর বয়সে তিনি পা রাখেন হিন্দি ছবির পর্দায়। তার প্রথম ছবি ‘ফির হেরাফেরি’। এরপর ২০০৭ সালে তার দ্বিতীয় ছবি ‘তারা রাম পাম’। এই ছবিতে রানি মুখার্জি এবং সাইফ আলি খানকে তার বাবা-মায়ের ভূমিকায় দেখা গেছে। এর পর আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি।

Image

অ্যাঞ্জেলিনা শিশুশিল্পী হিসেবে মাত্র ২টি ছবিতে কাজ করেছিলেন, যেখান থেকে তিনি প্রচুর জনপ্রিয়তা পান।তার বয়স এখন ২৬ বছর। শুধু তাই নয়, এমনকি তার সৌন্দর্যও পেছনে ফেলতে পারে যে কোনও বলিউডের নায়িকাকে। বর্তমানে ছবির দুনিয়াতে তাকে দেখা না দেখা গেলও সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট একটিভ।

Image

মাঝেমধ্যেই তিনি নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন। কখনও ওয়েস্টার্ন লুক আবার কখনও বা ইন্ডিয়ান আউটফিটে ধরা দেন। নেট মাধ্যমে তার নতুন লুক এর ছবি প্রতিনিয়ত ভাইরাল হতেই থাকে। তার ছবির কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের প্রশংসায়। তাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে।

Image

অ্যাঞ্জেলিনা ‘নুট্রেলা’, ‘হালদিরাম’-এর মতো অনেক টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি ডিপ্লোমা লেভেলে ফ্যাশন মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনি অনেক ফ্যাশন ডিজাইনারের সাথে যুক্ত ছিলেন এবং তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন। দর্শকরা এখন ‘হেরা ফেরি 3’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। 

error: Content is protected !!