চোখের ধাঁধা: ছবিতে লুকিয়ে রয়েছে একটি হাঁস, যাকে খুঁজে পাওয়া মুশকিল নয়, অসম্ভবও

Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় একঘেয়েমি দূর করতে অনেকেই ধাঁধাগুলির সমাধান করার চেষ্টা করেন। কিন্তু এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) বোঝার একটি ভালো উপায়। যদিও বেশিরভাগ মানুষ ধাঁধার (puzzle) সমাধান করতে গিয়ে ব্যর্থ হন। তবে এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনি একটি ছবি যেখানে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

উপরে শেয়ার করা ছবিটি নিশ্চয়ই দেখেছেন, যেখানে একটি হাতির মুখের চিত্র আঁকা আছে। এটি অপটিক্যাল ইলিউশনের একটি ভালো উদাহরণ হতে পারে। চিত্রশিল্পী (painter) এরই মধ্যে এমন কোথাও অন্য একটি প্রাণীকে লুকিয়ে রেখেছেন যাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবে আপনার যদি দৃষ্টিশক্তি (eyesight) ভালো হয় তাহলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

Image

বলা হয়েছে, ছবিতে লুকিয়ে থাকা হাঁসটিকে খুঁজে পাওয়া মুশকিলই নয়, প্রায় অসম্ভবও। তাই অনেকেই ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও রহস্য বুঝতে পারিনি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এমনকি অনেক বুদ্ধিমানেরাও ব্যর্থ হয়েছেন। কিন্তু এদিকে যারা ছবিটির রহস্য বুঝতে পেরেছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ।

কিন্তু আপনার ক্ষেত্রেও যদি ছবিটির রহস্য ভেদ করা কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ছবিটা উল্টো করে দেখলেই দেখা যাবে একটি হাঁসের অবয়ব তৈরি হয়েছে, ছবিটি প্রথমবার দেখেই বোঝা যাচ্ছে না।  

Image

অপটিক্যাল ইলিশনের ছবিগুলি আমাদের বিভ্রান্ত করলেও এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও। তবে বিশেষজ্ঞদের মতে, ধাঁধার সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবির রহস্য বেরিয়ে আসে। কিন্তু আপনি কিভাবে সমাধান করবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে।