কোন ব্যক্তি ১৩ দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?

জানেন ১৩ দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কে?

General Knowledge Quiz : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব তা কতটা বেশি তা কম বেশি আমরা সকলেই জানি। এসএসসি ব্যাংকিং বা রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অনেক বেশি আসে, এমনকি ইন্টারভিউতেও জিজ্ঞাসা করা হয়। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী?
উত্তরঃ সংবাদ প্রভাকর (১৮৩৯ সাল)।

২) প্রশ্নঃ সিকিম রাজ্যে অবস্থিত কোন গিরিপথ তিব্বতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়?
উত্তরঃ নাথুলা গিরিপথ (Nathula Pass)।

৩) প্রশ্নঃ যে মশা আমাদের কামড়ায় সে মশা স্ত্রী নাকি পুরুষ?
উত্তরঃ স্ত্রী মশা।

৪) প্রশ্নঃ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার?
উত্তরঃ ৩৮৪৪০০ কিলোমিটার।

৫) প্রশ্নঃ কোন ফল প্লেনে নিয়ে যাওয়া নিষেধ?
উত্তরঃ নারকেল।

৬) প্রশ্নঃ ভারতের কোন নদী গঙ্গার (২৫১০ কিমি) চেয়েও দীর্ঘ?
উত্তরঃ ব্রহ্মপুত্র (২৯০০ কিমি)।

৭) প্রশ্নঃ তাদের মধ্যে থাকা চারটি রাজা ইতিহাসের কোন কোন রাজাকে নির্দেশ করে?
উত্তরঃ রাজা শার্লামেন, অগাস্টাস সিজার, গ্রেট আলেকজান্ডার ও রাজা ডেভিড।

৮) প্রশ্নঃ কোন দেশে আরশোলার চাষ করা হয়?
উত্তরঃ চীন দেশে।

৯) প্রশ্নঃ কোন দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়?
উত্তরঃ শ্রীলঙ্কাকে (Sri Lanka)।

১০) প্রশ্নঃ আলোর গতিবেগের সমান কে যেতে পারে?
উত্তরঃ অন্ধকার।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় খোলা হয়েছিল?
উত্তরঃ কলকাতা শহরে।

১২) প্রশ্নঃ নেপাল দেশের জাতীয় পশুর নাম কী?
উত্তরঃ গরু।

১৩) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষার নাম কী?
উত্তরঃ বাংলা ভাষা (Bengali language)।

১৪) প্রশ্নঃ ভারতের কমলালেবুর রাজধানী কাকে বলা হয়?
উত্তরঃ নাগপুর কে।

১৫) প্রশ্নঃ কোন ব্যক্তি ১৩ দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তরঃ গুলজারিলাল নন্দা (Gulzarilal Nanda), যিনি ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। (২৭ মে ১৯৬৪ থেকে ৭ জুন ১৯৬৪ সাল)।