খড়গপুর থেকে IIT করা ছেলেটা আজ গুগলের CEO, জানেন সুন্দর পিচাইয়ের বেতন কত?

Google CEO Sundar Pichai: গুগল ছাড়া গোটা বিশ্বই যেন দৃষ্টিহীন। বর্তমানে বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিনের CEO হলেন সুন্দর পিচাই। স্বদেশ হোক বা বিদেশ প্রায় সকল দেশের মানুষই সুন্দর পিচাই সম্পর্কে অবগত। ভারতের মাদুরার মধ্যবিত্ত ঘরের ছেলেটা আজ বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সংস্থার সিইও। বাংলা তথা ভারত সেরা তিন IIT কলেজ খড়গপুর আইআইটি থেকে পাস করে চাকরি করছেন গুগলে।

সম্প্রতি সুন্দর পিচাই তার বেতনের ব্যাপার নিয়ে লাইমলাইটে উঠে এসেছেন। বিশ্বের এক নম্বর টেক জায়েন্টের সিইও বলে কথা, তাহলে তার বেতন ও আকাশ ছোঁয়াই হওয়ার কথা। বেশ কিছুদিন আগে পর্যন্তও গুগল তার কর্মী ছাঁটাই-এর ব্যাপারটি নিয়ে, সমালোচনার কেন্দ্রে ছিল। এত মন্দা সত্বেও কিন্ত তার বেতনে ভাঁটা পড়েনি।

এক  সূত্র থেকে জানা গেছে, গত বছর অথাৎ ২০২২ সালে সুন্দর পিচাই প্রায় ২২৬ মিলিয়ন মার্কিন ডলার বেতন পেয়েছিলেন। যা ভারতীয় মুদ্রাই হিসাব করলে তা গিয়ে দাঁড়ায় ১,৮৫৪ কোটি টাকায়। এই অর্থের মধ্যে নিহিত রয়েছে বেতন সহ সমস্ত সুযোগ সুবিধা। যদিও বর্তমানে গুগলে সুন্দর পিচাই-এর ২১৮ কোটি টাকার শেয়ার রয়েছে। 

তার এই বেতনের পরিমাণ প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে নেট দুনিয়াই। কেননা সুন্দর পিচাই এর বেতন বর্তমানে গুগল-এর অন্যান্য কর্মচারীদের তুলনায় প্রায় ৮০০ গুন বেশি। তাই সম্পদের এমন অসম বন্টন নিয়ে গুগলের দিকে প্রশ্নের বান ছুড়ে দিয়েছেন অনেকে।  

যদিও বিগত কয়েক দিন আগেই গুগল তার কোম্পানিতে চলা আর্থিক মন্দার কারন দেখিয়ে ১২০০০ কর্মী ছাঁটাই করেছে। তারপর সিইও এর এমন বেতন দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়েছিল। কিন্তু অনেকেই এই বিষয়ে পাল্টা সমর্থন করেছেন সুন্দর পিচাইকে। তাদের মতে, বিশ্বের প্রযুক্তি জগতের অন্যতম দিশারী সুন্দর পিচাই। তাই এমন ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য বেতন অনেকটা বেশি দেয় সংস্থা।