2011 World Cup: ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরুতেই শচীন টেন্ডুলকর আউট হলে উত্তেজনার পারদ ছড়িয়ে দিয়েছিল এবং প্রতিটি ভারতবাসী নিরাশ হয়ে পড়েন। কিন্তু গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনির ঐতিহাসিক দুটি ইনিংসে অসাধারণ জয় উপহার দেয়। আজ থেকে ১২ বছর আগে এই দিনে প্রতিটি ভারতবাসী এক বিরাট উৎসবে মেতে ছিলেন।
#OnThisDay in 2011, the long wait of 28 years came to an end as India won their second Cricket World Cup 🏆
An unforgettable day 🇮🇳#India #TeamIndia #CricketTwitter
— Sportskeeda (@Sportskeeda) April 2, 2023
তবে এই বিশ্বকাপ জয়ের কৃতিত্বটা বেশিরভাগ মহেন্দ্র সিং ধোনিই পান। কারণ এই ম্যাচে তিনি ৯১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়েছিলেন। তবে জেনে অবাক হবেন, এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ৫ জন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি নেই। এবার দেখে নেওয়া যাক:
১) শচীন টেন্ডুলকার (৪৮২ রান): ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার টানা ছয়টি বিশ্বকাপ খেলার পর অবশেষে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল। এই পুরো টুর্নামেন্টে তিনি অসাধারণ ফর্মে ছিলেন। ফাইনালেও তার থেকে বড় ইনিংসের আশা করা হয়েছিল কিন্তু তিনি (১৮ রান) ব্যর্থ হন। শচীন ৯ ম্যাচে ৫৩-র বেশি গড়ে ৪৮২ রান করেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান।
২) গৌতম গম্ভীর (৩৯৩ রান): এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বাঁ হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর। গোটা টুর্নামেন্টে তাকে সেভাবে পাওয়া যায়নি কিন্তু ফাইনালে জ্বলে ওঠেন। ৯৭ রানের একটি ঐতিহাসিক ইনিংস খেলে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। গম্ভীর ৯ ম্যাচে ৪৩-র বেশি গড়ে ৩৯৩ রান করেন।
৩) বীরেন্দ্র সেহবাগ (৩৮০ রান): ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বীরেন্দ্র সেহবাগ ১৭৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। কিন্তু এর পরবর্তী ম্যাচ গুলিতে তার ব্যাট থেকে খুব একটা বড় ইনিংস আসেনি। এমনকি ফাইনালে ০ রানে আউট হয়ে ভারতীয়দের চিন্তা বাড়িয়েছিলেন। সেহবাগ ৮ ম্যাচে ৪৭-র বেশি গড়ে ৩৮০ রান করেন।
৪) যুবরাজ সিং (৩৬২ রান): ২০১১ বিশ্বকাপের হিরো যুবরাজ সিং ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই অসামান্য অবদান রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। যুবরাজ ৯ ম্যাচে ৯০-র বেশি গড়ে ৩৬২ রান করেন। এমনকি বল হাতেও নিয়েছেন ১৫টি উইকেট, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
৫) বিরাট কোহলি (২৮২ রান): প্রথম কোনও ভারতীয় হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেন বিরাট কোহলি। এর পাশাপাশি ফাইনালে তার ৩৫ রানের ইনিংসটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। গম্ভীরের সাথে ৮৩ রানের জুটি বেঁধে ভারতকে বিশ্বকাপ জয়ের এক ধাপ এগিয়ে দিয়েছিলেন। কোহলি ৯ ম্যাচে ৩৫-র বেশি গড়ে ২৮২ রান করেন।