৫ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার যারা দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন

বিশ্বের যেকোন প্রান্তে চলে যান কেন সেখানে কোনও না কোনও এক ভারতীয়র সাক্ষাৎ পাবেন। কেউ কর্মসূত্রে হোক বা জন্মসূত্রে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছে বিশ্বের প্রতিটি কোনায় কোনায়। এদের মধ্যে কেউ কেউ সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করে ক্রিকেট খেলা শুরু করেছেন। এই প্রতিবেদনে তেমনই ৫ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের কথা বলা হয়েছে যারা দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। 

৫) ইউসুফ আব্দুল্লাহ:

ইউসুফ আব্দুল্লাহ একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, যিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। এছাড়া আইপিএলেও তাকে খেলতে দেখা গেছে। এই বাঁহাতি ফাস্ট বোলার কেবল দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের ক্রিকেট দলের সদস্য ছিলেন।

৪) গুলাম বোদি:

গুলাম বোদিও একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার তবে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয় ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে। তিনি জন্মেছিলেন গুজরাটে এবং পড়াশোনা করতে আসেন দক্ষিণ আফ্রিকায়। এরপর সেখানকার নাগরিত্ব গ্রহণ করে ক্রিকেট খেলা শুরু করেছিলেন।

৩) সেনুরান মুথুস্যামি:

দক্ষিণ আফ্রিকার হয়ে সেনুরান মুথুস্বামি ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। এই বাঁহাতি স্পিনার দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেও তার পূর্বপুরুষ ছিলেন ভারতীয়।

২) কেশব মহারাজ:

কেশব মহারাজ একজন ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায়। ২০১৬ সালে এই বাঁহাতি স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক করেন। তিনি এখনো পর্যন্ত ৪২ টেস্টে ১৫০ উইকেট, ২১ ওয়ানডেতে ২৫ উইকেট এবং ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯টি উইকেট নিয়েছেন।

১) হাশিম আমলা:

গত দশকের সেরা ক্রিকেটার হাশিম আমলা, যিনি দক্ষিণ আফ্রিকার হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেও তার দাদু ছিলেন গুজরাটের একজন বিখ্যাত ব্যবসায়ী। হাশিম আমলা ১২৪ টেস্টে ৯২৮২ রান, ১৮১ ওয়ানডেতে ৮১১৩ রান এবং ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৭৭ রান করেছেন। এরমধ্যে ৫৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে।