১২টি রাশির মধ্যে সবচেয়ে শক্তিশালী রাশি কোনগুলি জেনে নিন

রাশি চক্রে মোট ১২টি রাশি রয়েছে, তবে প্রত্যেকটি রাশির ক্ষমতা এক এক রকম হয়ে থাকে। এর মধ্যে চারটি রাশি সবচেয়ে বেশি ক্ষমতাশালী। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, প্রাকৃতিক উপাদান বলতে বোঝায় জল, বায়ু, অগ্নি ও পৃথিবী-কে। এমন চারটি রাশি রয়েছে যা এই সমস্ত উপাদান গুলির প্রতীক। তাই জ্যোতিষ শাস্ত্রে এগুলিকে সবচেয়ে বেশি শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

👉🏻 এবার জেনে নেওয়া যাক সেই ৪টি শক্তিশালী রাশি কি কি:-

মেষ রাশি: জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে মেষ রাশির হল অগ্নির প্রতীক। এই রাশির জাতকদের মধ্যে অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায়। এরা কখনো কারোর উপর ভরসা করতে পারেনা, সবসময় নিজের কাজ করতে পছন্দ করে। এদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভালো গুণ হলো এরা কর্মতৎপর এবং উদ্যমী। এদের লক্ষ্য নির্ধারিত থাকলে কে কি ভাবল সে বিষয়ে মাথা ঘামায় না। এরা দ্রুত কর্মপ্রাপ্তিতে আনন্দ লাভ করে থাকেন। 

বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের প্রতীক হলো জল। এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের উপর এরা অত্যন্ত বিশ্বাসী হয়। কিন্তু এদের মনে কেউ দুঃখ বা আঘাত দিলে তাদের প্রতি হিংস্র বা এমন কোনো ভাবনা একদম নেতিবাচক হয়ে যায়। এরা যেকোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বিদ্যুৎ গতিতে নিতে পারেন। এরা অত্যন্ত স্বাধীনপ্রিয় ও দূরদর্শী প্রকৃতির হয়ে থাকেন।

কুম্ভ রাশি: এই রাশির প্রতীক হলো বাতাস। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, অন্যান্য রাশি গুলির তুলনায় কুম্ভরাশি নিজের আবেগ গোপন রাখার জন্য সর্বশ্রেষ্ঠ। এদের বুদ্ধির জোর প্রবল হাওয়ায় যে কোন বিষয়ে আবেগপ্রবন হন না। তাদের বুদ্ধিবলে যেকোনো কাজ জয় করতে সফল হন। এরা অত্যন্ত একগুঁয়ে স্বভাবের, যেটা মনে মনে ঠিক করে সেটা করেই ছাড়েন। ভোগ ও ত্যাগ এই দুই ব্যাপারেই তারা পারদর্শী হয়ে থাকেন। 

মকর রাশি: এই রাশি হল পৃথিবীর প্রতীক। অন্যান্য রাশি গুলির তুলনায় মকর রাশির জাতকদের ভাবনা শক্তি অত্যন্ত প্রখর হয়ে থাকে। এদের প্রগতিশীল ভাবনা এদেরকে এগিয়ে নিয়ে যায়। এদের সবচেয়ে ভালো গুণ হলো এরা কখনো অন্যায় কাজে নিজেকে লিপ্ত করে না, বরং ভালো কোনও কাজ করেই আনন্দ উপভোগ করেন।