“দুঃস্বপ্নের মতো” এই ৪ বোলারকে খেলতে ভয় পান, রোহিত শর্মা নিজেই জানিয়েছেন

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা, যার নামের পাশে ওডিআই ক্রিকেটে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। বিশ্বের তাবড় তাবড় বোলাররা যার ভয়ে কাঁপেন আবার সেই রোহিত শর্মাই জানিয়েছেন, এমন ৪ জন বোলার রয়েছে যাদের খেলতে ভীষণ ভয় পান, তার কাছে দুঃস্বপ্নের মতো।

Mentally prepared to open in Tests for two years, says Rohit Sharma after  ton against South

স্বাভাবিকভাবেই রোহিত শর্মা ফাস্ট বোলারদের ব্যাট হাতে শাসন করেন, কিন্তু তিনি সমস্যায় পড়েন শুধুমাত্র বাঁহাতি পেসারদের বিরুদ্ধে। এবার টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন এমন ৪ জন বোলারের নাম করেছেন যারা প্রত্যেকেই দুর্দান্ত আউট-সুইং করতে পারেন।

Birthday special: Brett Lee - The fiery Australian speedster - 100MB

তিনি জানিয়েছেন, ২০০৭ সালে যখন তিনি প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যান, তখন দুরন্ত গতির বোলার ব্রেট লির ভয়ে তার রাতে ঘুম হত না। সেই সময় ব্রেট লি বিশ্বের সেরা বোলার ছিলেন এবং ঘন্টায় ১৫০-১৫৫ কিলোমিটার বেগে বল করতেন। সেটা একজন তরুন ব্যাটসম্যানের পক্ষে খেলা দুঃস্বপ্নের মতো ছিল।

Happy Birthday Dale Steyn: All-time great South African pacer turns 37 -  Sports News

এরপর রয়েছে রোহিত শর্মা জানান, তার দ্বিতীয় তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন যার গতি এবং সুইং সামলানো অসম্ভব হয়ে উঠতো। পরিসংখ্যান করে দেখলে, এই দুই কিংবদন্তি ফাস্ট বোলার ভারতীয় ‘হিটম্যান’কে যথেষ্ট সমস্যায় ফেলেছিল।

Meet Kagiso Rabada, Cricket South Africa's rising star - Top Performing

এরপর রোহিত শর্মা জানান, এই প্রজন্মেও দুজন বোলার রয়েছে যাদেরকে খেলতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রথমত যার নাম করেন তিনি হলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। তবে দ্বিতীয় জনের যার নাম করেন একটু অবাক করার মত। তিনি হলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জোস হ্যাজেলউড।