ভারতের এই নদীটির নাম সবাই শুনেছেন কিন্তু কেউ কখনো বয়ে যেতে দেখেনি

এমন নদী যাকে কেউ কখনো বয়ে যেতে দেখেনি, কিন্তু সবাই তার নাম শুনেছেন

Mysterious Rivers of India: ভারতকে ‘নদীমাতৃক’ (Mother Of Rivers) দেশ বলা হয়, কারণ এই দেশেই প্রবাহিত হয়েছে ছোট-বড় ২০০ টি নদী। এর মধ্যে কয়টি প্রধান নদী হল — গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী, নর্মদা ও গোদাবরী ইত্যাদি। আপনি এই সকল নদীগুলির নাম নিশ্চয়ই শুনেছেন এবং যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এই সকল নদীগুলি দেখেওছেন।

তবে এই প্রতিবেদনে এমনই একটি নদীর কথা বলা হয়েছে যার নাম সবাই শুনেছে, কিন্তু কেউ তাকে বয়ে যেতে কখনো দেখেনি। এমনকি ওই নদীর নাম বড় বড় পুরান হোক বা ইতিহাস বইতে সর্বত্রই ওই নদীর নামের উল্লেখ পাওয়া যায়, কিন্তু কখনো তার গতিপথ সম্পর্কে জানা যায়নি বা বয়ে যেতে দেখা যায়নি।

Image

আসলে সেই রহস্যময়ী নদীটির নাম হলো সরস্বতী (Saraswati)। এবার নিশ্চয় শুনেছেন এই নদীটির নাম, কিন্তু কেউ কখনো তাকে বয়ে যেতে দেখেনি। আসলে এর পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ আবার কেউ কেউ একে অভিশাপ বলেও মনে করে। এমনকি এই নদীর নাম ঋকবেদেও উল্লেখ রয়েছে।

কথিত আছে, সরস্বতী নদীটি হিমাচলের সিরমোর রাজ্যের পাহাড়ি অংশ থেকে উৎপন্ন। এরপর আম্বালা, কুরুক্ষেত্র, পাতিয়ালা ইত্যাদি অংশের উপর দিয়ে প্রবাহিত হয়। পৌরাণিক গ্রন্থে এই নদীটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন এই নদীটি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে।

Image

কারও মতে, হাজার বছর আগে নদীটি প্রবাহিত হলেও কোনো এক অভিশাপের কারণে শুকিয়ে বিলুপ্ত হয়ে গেছে। এমনকি সরস্বতী নদীর উল্লেখ রামায়ণ ও মহাভারতের মতো গ্রন্থেও উল্লেখ রয়েছে। বলা হয়েছে, গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম রয়েছে এবং তা ভূগর্ভ থেকে প্রবাহিত হয় এবং প্রয়াগ সঙ্গমে মিলিত হয়।

কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এটি আদৌ সত্যি নয়। বৈজ্ঞানিক ও ভূতাত্ত্বিক আবিষ্কারে দেখা গেছে, এক সময় এখানে প্রচন্ড ভূমিকম্প হতো ফলে মাটির নিচে পাহাড় উঠে যায় এবং সরস্বতী নদীর জল পেছনের দিকে চলে যায়। এরপর সরস্বতী নদীর জল যমুনায় গিয়ে মিলিত হয়ে প্রবাহিত থাকে।