iPhone: কখনো ভেবেছেন আইফোনের ‘i’ এর অর্থ কী? ৯০% মানুষের অজানা

iPhone: সারা বিশ্বে অ্যাপল কোম্পানির পণ্যগুলি ব্যাপক চাহিদা রয়েছে। কিছু মানুষ তাদের প্রয়োজনে শুধুমাত্র অ্যাপেলের পণ্যগুলোই কেনেন। কারণ অ্যাপলের পণ্য দীর্ঘদিন টিকসই হয় এবং ভাইরাস আক্রমণ করেনা। তবে কখনো ভেবেছেন আইফোনের ‘i’ এর অর্থ কী? এর উত্তর আপনার কাছে না থাকলে এবার জেনে নিন।

অ্যাপেল কোম্পানি তাদের প্রতিটি পণ্যের শুরুতেই পাকাপোক্তভাবে ইংরেজি ছোট হাতের ‘i’ বর্ণটি লেখে। তবে জানেন ‘i’ এর মানে কি বোঝানো হয়েছে? সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইফোনের ‘i’ এর অর্থ নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। 

Image

১৯৯৮ সালে স্টিভ জবস আইম্যাক এর উন্মোচনের অনুষ্ঠানে অবশ্য ‘i’ প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি জানান, আটপৌরে ম্যাকিনটোস কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহারের সুযোগ এই দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে আইম্যাক। তখনই ‘i’ এর উৎস হিসাবে ইন্টারনেটকে পরিচয় করে দিয়েছিল অ্যাপেল।

২০০৭ সালে যখন অ্যাপল আইফোন বাজারে আসে তখন তারা ‘i’ কে ইন্টারনেট হিসেবে চিহ্নিত করে। আইফোনের প্রধান তিনটি বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় — ইন্টারনেট, কলিং ও মিউজিক। এরপর থেকে অ্যাপেলের প্রতিটি পণ্যেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া গেছে।

তবে এখন অ্যাপল কোম্পানি তাদের নতুন পণ্য থেকে ‘i’ বর্ণটি ঝেড়ে ফেলতে শুরু করেছে। যেমন তাদের স্মার্ট ঘড়িকে আইওয়াচ নাম না দিয়ে, বরং ‘অ্যাপল ওয়াচ’ নাম দিয়েছে। একই ঘটনা ঘটেছে অ্যাপল মিউজিক বা অ্যাপল টিভির ক্ষেত্রে। তবে অ্যাপেল পণ্য ভক্তদের কাছে ‘i’ এক অন্যরকম অনুভূতি সঞ্চার করে।