জানেন প্লাস্টিকের পুরনো বোতলের জল দীর্ঘদিন খেলে কি কি বিপদ হতে পারে

আপনিও নিশ্চয়ই একই প্লাস্টিকের বোতলে জল ভরে অফিস নিয়ে যান বা কাজের টেবিলে রাখেন। এমনকি সন্তানের স্কুল ব্যগেও ভরে দেন। সেইসময় কিছু বোঝা না গেলেও দিনের পর দিন একই বোতল ব্যবহার করলে শরীরে বড় ধরনের রোগের বাসা বাঁধতে পারে। আর ঘনিয়ে আসতে পারে মারাত্মক বিপদ।

১) বাজারে যে পানীয় জলের বোতল বিক্রি করা হয় তা ৯৯ শতাংশ প্লাস্টিকের তৈরি। এই ধরনের বোতল দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি দেখা দিতে পারে। আসলে প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল’ যা দেহের জন্য ক্ষতিকর। এই ধরনের বোতল থেকে দিনের পর দিন জল পান করলে ক্রমাগত এই উপাদানগুলি শরীরের প্রবেশ করে। 

Image

২) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, দীর্ঘদিন প্লাস্টিক বোতল ব্যবহার করলে ‘মাইক্রোপ্লাস্টিক’ শরীরে প্রবেশ করতে পারে। প্লাস্টিকের আণুবীক্ষণিক কণাকে বিজ্ঞানের ভাষায় মাইক্রোপ্লাস্টিক বলা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ৯৩ শতাংশ প্লাস্টিকের বোতলে এই ক্ষতিকর উপাদান রয়েছে।

৩) এছাড়াও জানা গেছে, যিনি জল পান করছেন শুধু তারই নয়, এর ফলে তার পরের প্রজন্মেরও ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ‘টাইপ ৭’ নামক এক ধরনের প্লাস্টিক থেকে দেখা দিচ্ছে প্রজননের সমস্যা। এছাড়াও প্লাস্টিকে ব্যবহৃত বিসফেনল রক্তে মিশে কিডনির সমস্যা হতে পারে।