GK প্রশ্ন : জানেন চাঁদকে আমরা মামা বলি কেন? 

যে কারণে আমরা চাঁদকে মামা বলি

General Knowledge Quiz : ছোটবেলা থেকেই আমি আপনি শুনে আসছি চাঁদকে মামা বলা হয়। কিন্তু কখনো ভেবেছেন পৃথিবীর একমাত্র উপগ্রহকে কেন মামা বলে ডাকা হয়। এই প্রশ্নের উত্তর যদি না জানা থাকে, তাহলে এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনাকে অবাক করতে পারে। 

১) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি কাঠ কোনটি, যার দাম মূল্যবান গহনার চেয়েও বেশি?  
উত্তরঃ আফ্রিকান ব্লাকউড (African Blackwood) বিশ্বের সবচেয়ে দামি কাঠ।

Image

২) প্রশ্নঃ পিসিকালচার বলতে কী বোঝায়? 
উত্তরঃ পিসিকালচার (Pisciculture) বলতে মৎস্য চাষকে বোঝানো হয়। পিসিকালচার শব্দটি এসেছে Pisces শব্দ থেকে যার অর্থ মাছ।

৩) প্রশ্নঃ মানুষের প্রস্রাব থেকে যে গন্ধ বের হয় সেটা কিসের? 
উত্তরঃ মানুষের প্রস্রাব থেকে নির্গত গন্ধ হলো অ্যামোনিয়ার (Ammonia)।

৪) প্রশ্নঃ একমাত্র কোন প্রাণী গাছের কান্না ও চিৎকার শুনতে পায়? 
উত্তরঃ গাছের কান্না ও চিৎকার শুনতে পায় বাদুড়।

৫) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার নাম কি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে উচু জায়গা হচ্ছে নেপালের মাউন্ট এভারেস্ট (Mount Everest)।

৬) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কোন গাছের বাগানে হয়েছিল? 
উত্তরঃ পলাশীর যুদ্ধ হয়েছিল আমবাগানে।

৭) প্রশ্নঃ চোখের জন্য সবচেয়ে আরামদায়ক রং কোনটি? 
উত্তরঃ নীল এবং সবুজ।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কোনটি? 
উত্তরঃ গঙ্গাসাগর মেলা (Gangasagar) পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা।

৯) প্রশ্নঃ শীতকালে নারকেল তেল জমে যায় কেন? 
উত্তরঃ আসলে নারকেল তেলের মধ্যে থাকা ফ্যাটের জন্য নারকেল তেল জমে যায়।

Image

১০) প্রশ্নঃ জানেন চাঁদকে আমরা মামা বলি কেন? 
উত্তরঃ পৌরাণিক তথ্য অনুসারে, সমুদ্রমন্থন কালে দেবী লক্ষ্মীর পর চাঁদ উত্থিত হয়েছিল, তাই তাকে মা লক্ষ্মীর ছোট ভাই হিসেবে বিবেচনা করা হয়। এবার যেহেতু আমরা দেবীর লক্ষ্মীকে মা বলি, তাই তার ভাই চাঁদকে আমরা মামা বলে সম্বোধন করি।