জানেন বাজার থেকে হঠাৎ মোটা ৫ টাকার কয়েনগুলি উধাও হয়ে গেল কেন

5 rupees coin: বাজারে এখন পাঁচ টাকার কয়েন চললেও এর পুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। আপনি কখনও ভেবেছেন পাঁচ টাকার কয়েন কোথায় গেল? এর উত্তর হল রিজার্ভ ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে। এর কারণটাও খুবই মজার। মোটা পাঁচ টাকার কয়েনের চোরাচালান এতটাই বেড়ে গিয়েছিল যে, তা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসলে চোরাচালানকারীরা মোটা পাঁচ টাকার কয়েন থেকে ১২ টাকার তৈরি পণ্য বিক্রি করত। পুরনো পাঁচ টাকার কয়েনগুলো অনেকটাই মোটা এবং সেগুলো তৈরিতে যে ধাতু ব্যবহার করা হতো, তা দিয়ে ধারালো শেভিং ব্লেডও তৈরি হতো। এই কারণে কিছু অসাধু লোক এই কয়েনগুলিকে ভুল কাজে ব্যবহার করতে শুরু করে।

old five rupees coin

যখন এই মোটা পাঁচ টাকার চোরাচালান ব্যাপকভাবে বৃদ্ধি পায়, তখন সরকারের তরফে এই মুদ্রাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপর বাজারে যে পাঁচ টাকার কয়েনটি আসে, তা আগের তুলনায় অনেকটাই পাতলা, যা দিয়ে ব্লেড তৈরি করা মোটেই উপযোগী নয়।

আসলে পুরনো পাঁচ টাকার কয়েনে অনেকটাই ধাতু থাকার জন্য অবৈধভাবে বাংলাদেশে পাচার হতে থাকে। এই মুদ্রাগুলি গলিয়ে সেই ধাতু দিয়ে ব্লেড তৈরি করা হতো। একটি কয়েন থেকে কমপক্ষে ৬টি ব্লেড তৈরি করা হতো আর এই একটি ব্লেড বিক্রি হতো ২ টাকায়। এভাবে পাঁচ টাকার কয়েন গলিয়ে ১২ টাকার পণ্য বিক্রি করা যেত।

5 rupees coin

যখন এই কয়েনগুলি হঠাৎ করে বাজার থেকে কমতে শুরু করে এবং সরকার পুরো বিষয়টি জানতে পারে, তখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাঁচ টাকার কয়েন গুলোকে আগের থেকে পাতলা করে দেয়। এমনকি বাংলাদেশিরা যাতে ব্লেড তৈরি করতে না পারে সেজন্য কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুও পরিবর্তন করা হয়েছে।