GK প্রশ্ন : জানেন বিয়ারের বোতল বাদামী বা সবুজ রঙের হয় কেন?

যে কারণে বিয়ারের বোতল বাদামী বা সবুজ রঙের হয়?

General Knowledge Quiz : ভারতের মদ্যপায়ী লোকের অভাব নেই। বিশেষ করে কলকাতার ব্যবসায়ীদের মোটা অঙ্কের অর্থ আসে মদ্যপায়ীদের কাছ থেকে। কিন্তু কখনো ভেবেছেন যে বিয়ারের বোতল শুধুমাত্র বাদামী বা সবুজ রঙের হয় কেন? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে এমনই কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিন।

১) প্রশ্নঃ জানেন ভুতুড়ে রামধনু কাকে বলা হয়?
উত্তরঃ কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে বলা হয় ভুতুড়ে রামধনু।

Image

২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি চিনি তৈরি হয়?
উত্তরঃ ব্রাজিলে সব থেকে বেশি চিনি তৈরি হয়।

৩) প্রশ্নঃ সাপে কামড়ালে কেন হাঁটাচলা করা উচিত নয়?
উত্তরঃ এতে বিষ ছড়িয়ে পড়ার সম্ভবনা অনেকটাই বেড়ে যায়।

৪) প্রশ্নঃ একটা রানী মৌমাছি মোট কতগুলি ডিম পাড়ে?
উত্তরঃ রানী মৌমাছি প্রায় ৩০ থেকে ৪০ হাজার ডিম পাড়ে।

৫) প্রশ্নঃ ১২ বছর পূর্তিকে থেকে কি বলা হয়?
উত্তরঃ যুগপূর্তি বলা হয়।

৬) প্রশ্নঃ ভারতের কোন প্রাণীর দুধ সবথেকে বেশি দামে বিক্রি হয়?
উত্তরঃ গাধার দুধ সবথেকে বেশি দামেবিক্রি হয়।

Image

৭) প্রশ্নঃ আপডেট কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ আধুনিক করা।

৮) প্রশ্নঃ ডেটল কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ডেটল ইংল্যান্ডের কোম্পানি।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষেরা কলা পাতায় খাবার খায়?
উত্তরঃ কেরালার মানুষেরা সাধারণত কলাপতায় খাবার খেয়ে থাকে।

Image

১০) প্রশ্নঃ জানেন বিয়ারের বোতল বাদামী বা সবুজ রঙের হয় কেন?
উত্তরঃ বিয়ারকে সূর্যের আলো এবং অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে বাঁচাতে স্বচ্ছ কাচের বোতলের উপর বাদামি রঙের প্রলেপ দেওয়া শুরু হয়। এই বাদামি রং অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে বিয়ারকে রক্ষা করতে সক্ষম।

উল্লেখ্য ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধের সময় বাদামি রঙের বোতলের প্রচুর অভাব দেখা দিয়েছিল সেই থেকে বিয়ারের বোতল সবুজ রঙের হয়।