জানেন আধার কার্ডে QR কোড থাকে কেন? এর কাজ কী জানলে চমকে যাবেন

যে কারণে আধার কার্ডের পিছনে QR Code থাকে

Aadhaar Card: ভারতীয় নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। সরকারি হোক বা বেসরকারি যেকোনো কাজে আধার কার্ড অবশ্যই প্রয়োজন। আজকাল ব্যাংকিং, মোবাইলের সিম কার্ড, জমিজায়গা কিংবা স্কুল-কলেজ সব ক্ষেত্রেই আধার কার্ড লাগে। আবার ভুয়ো আধার কার্ড নিয়ে জালিয়াতি করার ঘটনাও প্রায় ঘটছে।

Image

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিটা আধার কার্ডের পিছনে QR Code থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন যে কি কারনে এটা থাকে? আসলে এটি স্ক্যান করে আপনি মুহুর্তের মধ্যে নিজের যাবতীয় বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য যা আধার কার্ডের অধীনে সংরক্ষণ করা আছে সেটা দেখে নিতে পারবেন।  

সেই সঙ্গে আধার কার্ডের QR Code-এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে। ওই আধার কার্ডটি আসল কিনা সেটি যাচাই করা যায় QR Code-এর সাহায্যে। আপনার আধার কার্ড নকল হলে তা QR Code স্ক্যান করার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে।

Image

অনেকেই অজান্তে ভুয়ো আধার কার্ড ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে বিভিন্ন সাইবার ক্যাফে বা ছাপাখানা এই জালিয়াতির কাজ করে থাকে। যা চোখে দেখে বোঝা সম্ভব নয় আপনি সঠিক আধার কার্ড ব্যবহার করছেন কিনা। আপনার আধার কার্ড আসল না নকল তা মুহূর্তের মধ্যে এই QR Code-এর সাহায্যে বুঝে নেওয়া যায়।

আধার কার্ড আসল কিনা যাচাইয়ের জন্য প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে Aadhaar QR scanner অ্যাপটি ডাউনলোড করুন। এবার অ্যাপটি ওপেন করে Scan অপশনে গিয়ে আপনার আধার কার্ডে থাকা QR কোডটি স্ক্যান করুন। আধার কার্ডটি যদি আসল হয় তবে স্ক্রিনে Aadhaar Data Verified লেখাটি দেখাবে।

আপনার আধার কার্ডটি যদি অনেক দিনের পুরনো হয় তবে স্ক্যান করার পর আপনাকে একটি লিঙ্ক পাঠাবে। সেখানে ক্লিক করে নতুন কিউআর কোড দেওয়া আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সহজেই।