জানেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি কার লেখা? নায়ক হিসেবেই ক্যারিয়ার শুরু তার

‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি কার লেখা জানেন?

‘মহব্বতেঁ’ ‘পেয়ার ইম্পসিবল’ এর মত বহু হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন। মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু। এরপর বড়ো হয়ে নায়ক হিসেবেই আত্মপ্রকাশ। তিনি যে শুধু দক্ষ অভিনেতা ছিলেন তা নয়, একাধিক গানও লিখেছেন। এই গানগুলোর অন্যতম হল শাহরুখ অভিনীত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) এর টাইটেল ট্র্যাক যা আজও প্রায় সকলেই গুন গুন করেন।

আজ্ঞে হ্যাঁ আমরা কথা বলছি ‘মাসুম’ ছবি খ্যাত অভিনেতা যুগল হংসরাজ (Jugal Hansraj) এর সম্পর্কে। এ এক সাংবাদিক সম্মেলনে যুগল স্বয়ং এ সম্পর্কে জানান, করণ জোহর ছিলেন তাঁর খুব কাছের বন্ধু। তিনি কুছ কুছ হোতা হ্যায় ছবির স্ক্রিপ্ট গুনগত মান কেমন হয়েছে তার বিষয়ে জানার জন্য যুগলের কাছে নিয়ে গিয়েছিলেন।

তাঁর মতামত জানতে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান গোটা স্ক্রিপ্ট শুনে তিনি মুগ্ধ হয়ে যান। এই স্ক্রিপ্টটি শুনে যুগলের এতটাই ভালো লেগেছিল যে তিনি নাকি সেদিন রাতে ঘুমাতে পর্যন্ত পারেননি। এবং ফলস্বরূপ তার পরদিনই একটা সুর এবং কয়েক কলি গান বেঁধে ফেলেন কুছ কুছ হোতা হ্যায় শব্দগুলি দিয়ে।

এ বিষয়ে যুগল-কে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায় যে, ‘আমি এটা প্রথমে রেকর্ড করি এবং সেটা পরদিন আমার বন্ধুদের শোনাই, ওদের গানটা এতটাই ভালো লেগেছিল যে ওরা টানা বেশ কয়েকবার শুনেছিল। পরে করণ আমাকে জানায় এই গানের সুর নাকি এতটাই তাঁর ভালো লেগেছে যে সে এটাকে ওই ছবির টাইটেল ট্র্যাক হিসেবে রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

Image

প্রথমে দিকে এ নিয়ে যুগলের ধন্দ থাকলেও পরে করণ কে অনুমতি দেন এটিকে টাইটেল ট্র্যাক হিসেবে ব্যবহার করার জন্য। তিনি আরও জানান, ‘করণ সবাইকে বলেছিলেন যে এটাই টাইটেল ট্র্যাক হবে। আমি অবশেষে ওর কথায় সম্মতি দিই। কিন্তু তখনও বুঝিনি গানটা এতটা জনপ্রিয় হবে। এই গানের মুখরাটা আমার লেখা।’

যদিও যুগল জানিয়েছেন এই গানটি এতটা জনপ্রিয় হওয়ার পেছনে সবচাইতে বেশি যতীন ললিত জুটির অবদান। তাঁদের দুজনের কম্পোজিশনই সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। প্রসঙ্গত যুগল হংসরাজ মহব্বতেঁ ছবির ‘চলতে চলতেই ইয়ু হি’ গানটিরও লিরিক্স লিখেছিলেন।