জানেন বিশ্বের কোন দেশে নারীর সংখ্যা বেশি? সেখানে বিবাহযোগ্য পুরুষ মেলা ভার

সাধারণত বিশ্বের যে কোন দেশে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি হয়ে থাকে। তবে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে নারীর সংখ্যা বেশি। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সেখানে অসংখ্য পুরুষ যুদ্ধক্ষেত্রে মারা যায়। এরপর থেকে দেশটিতে পুরুষরা সংকটে রয়েছে এবং নারীরা বিবাহযোগ্য পুরুষ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। 

১) ATM এর পুরো নাম কী?
উত্তরঃ অটোমেটেড টেলার মেশিন

২) বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? 
উত্তরঃ ভিটামিন বি

৩) আফ্রিকা ও স্পেনকে কোনটি আলাদা করেছে?
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী

৪) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে

৫) জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তরঃ মশা

৬) বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া

৭) ISRO বা NASA কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ মহাকাশ গবেষণা (ISRO ভারতের, NASA আমেরিকার)

৮) বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম?
উত্তরঃ নীল তিমি

৯) স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্কে

১০) WWW মানে কী?
উত্তরঃ World Wide Web

১১) পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন ভাষায় কথা বলেন?
উত্তরঃ মান্দারিন

১২) রোমানদের প্রধান দেবতার নাম কি?
উত্তরঃ জুপিটার

১৩) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদীটির নাম কি?
উত্তরঃ রিভার ডি (এর দৈর্ঘ্য ১৩৪ মিটার), আমেরিকা

১৪) কোনটি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা লাফ দিতে পারে না?
উত্তরঃ হাতি

১৫) বিশ্বের সবচেয়ে কোন দেশে নারীর সংখ্যা বেশি?
উত্তরঃ রাশিয়া (প্রতি ৮৬ জন পুরুষে ১০০ জন মহিলা)

১৬) বিশ্বের একমাত্র ভাষা দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া

১৭) কোন গ্রহে হীরের বৃষ্টিপাত হয়?
উত্তরঃ শনি আর বৃহস্পতি

১৮) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে রয়েছে?
উত্তরঃ ভারতবর্ষ

১৯) এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উত্তরঃ নেপাল

২০) পৃথিবীর দিনরাত সমান হয় কখন?
উত্তরঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর