GK প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, ভারতের স্থান কোথায় জানেন?

জানেন ভারতের পাসপোর্টের র‍্যাঙ্কিং কত?

General Knowledge Quiz : হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৪ সাল অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় এশিয়ার প্রাধান্য রয়েছে। শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় শীর্ষ তিনে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়া। ভারতের পাসপোর্টের র‍্যাঙ্কিং কত জানেন? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো?
উত্তরঃ বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কালো দেখাতো।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি লবণ উৎপাদিত হয়?
উত্তরঃ গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয়।

Image

৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গরু আছে?
উত্তরঃ ভারতবর্ষে সবথেকে বেশি গরু আছে।

৪) প্রশ্নঃ কোন বিখ্যাত খেলোয়াড়ের জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়?
উত্তরঃ মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।

৫) প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়?
উত্তরঃ ভিটামিন 12 আর ভিটামিন 6 এর অভাবে অল্প বয়সে চুল পেকে যায়।

৬) প্রশ্নঃ সন্তান থাকলে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না এই নিয়ম চালু করছে ভারতের কোন রাজ্য?
উত্তরঃ আসাম রাজ্য।

৭) প্রশ্নঃ কোন প্রাণীর একটা দাঁতের ওজন ২ কেজি বেশি হয়?
উত্তরঃ হাতির একটা দাঁতের ওজন ২ কেজি বেশি।

৮) প্রশ্নঃ জানেন কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল?
উত্তরঃ ১৪০ বছর কলকাতা ভারতের রাজধানী ছিল।

Image

৯) প্রশ্নঃ সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয়?
উত্তরঃ ১০ বছর।

১০) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, ভারতের স্থান কোথায় জানেন?
উত্তরঃ ২০২৪ সাল অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের দখলে আর তালিকায় ভারতের পাসপোর্টের র‍্যাঙ্কিং ৮৩।