GK প্রশ্ন : জানেন পায়ে মোজা পরে ঘুমালে কি ক্ষতি হয়? 

যে কারণে মোজা পায়ে ঘুমানো উচিত নয়

General Knowledge Quiz : শীতকালে শরীর গরম রাখতে আমরা হাতমোজা, মোজা বা কানটুপি ব্যবহার করি। তাতে অন্তত রাতে আরাম পাওয়া যায়। মোজা পরে ঘুমালে আরাম পাওয়া যায়। কিন্তু এই অভ্যাস পুরোপুরি স্বাস্থ্যকর নয়। জানেন কি মোজা পরে ঘুমালে কি ক্ষতি হয়? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণী দুধের রং কালো হয়? 
উত্তরঃ কালো গন্ডারের দুধের রং কালো হয়।

২) প্রশ্নঃ কুকুর এটা কোন রং দেখলে অতিরিক্ত রেগে যায়? 
উত্তরঃ আসলে কালো রং দেখলে কুকুরেরা অতিরিক্ত রেগে যায়।

৩) প্রশ্নঃ ভারতের কোথায় সব থেকে বেশি জামাকাপড় তৈরির কারখানা দেখতে পাওয়া যায়? 
উত্তরঃ গুজরাটের সুরাটে সব থেকে বেশি জামাকাপড় তৈরীর কারখানা দেখতে পাওয়া যায়।

Image

৪) প্রশ্নঃ ভারতের ঠান্ডা মরুভূমি কোথায় অবস্থিত? 
উত্তরঃ হিমালয়ে অবস্থিত ভারতের একমাত্র ঠান্ডা মরুভূমি হল লাদাখ।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কেনে? 
উত্তরঃ রাশিয়া থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কেনে।

৬) প্রশ্নঃ বলুন তো ভারতের জাতীয় গাছ কোনটি? 
উত্তরঃ ভারতের জাতীয় গাছ হলো বটগাছ।

৭) প্রশ্নঃ রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
উত্তরঃ রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের জলের থেকেও পেট্রোলের দাম সস্তা? 
উত্তরঃ আসলে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় জলের থেকেও পেট্রোলের দাম সস্তা।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি সবথেকে বেশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে? 
উত্তরঃ আসলে চীনদেশ সবথেকে বেশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে।

Image

১০) প্রশ্নঃ জানেন পায়ে মোজা পরে ঘুমালে কি ক্ষতি হয়? 
উত্তরঃ রাতে পায়ে মজা পরে ঘুমালে দেহে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হার্ট রেট বেড়ে গিয়ে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়, এমনকি রক্ত সঞ্চালন সঠিক না হলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গের সমস্যা হতে পারে।