Do You Know : পেনকে বাংলায় কলম, আর পেন্সিলের বাংলা অর্থ কী জানেন?

জানেন পেন্সিলকে বাংলায় কী বলা হয়?

Pencil Bangla : শিশুদের যেদিন থেকে হাতে খড়ি হয় সেদিন থেকেই পেন্সিল, শ্লেট, চক ইত্যাদি তাদের বন্ধু হয়ে ওঠে। পড়ালেখা ছাড়াও তারা ছবি আঁকতে পেন্সিল ব্যবহার করে। যে কারণে অনেকের কাছেই পেনের সঙ্গে পেন্সিলও সবসময় থাকে। তবে খুব কম মানুষই জানেন যে পেন্সিল একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ কী জানেন?

Image

বাংলায় এমন শব্দ রয়েছে যেগুলি আমরা হামেশাই ব্যবহার করে থাকি কিন্তু সেগুলি আদতে ইংরেজি শব্দ। যেমন কাপ, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি। এমনই একটি শব্দ হল পেন্সিল। কেউ কেউ আবার রুল পেন্সিল বলে থাকেন। ট্যাক্সি,বাস-ট্রেন সবই কিন্তু ইংরেজি শব্দ। এই শব্দগুলোর কোন প্রতিশব্দ নেই।

পেনের বাংলা কলম তা আমরা সকলেই জানি কিন্তু পেন্সিলের বাংলা খুব কম মানুষই জানেন। কাঠের পাতলা আকৃতির মধ্যে সূক্ষ্ম শীষ ঢুকিয়ে তৈরি করা হয় এই পেন্সিল। আর এই পেন্সিলের মধ্যকার অংশটি গ্রাফাইটের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়।

Image

প্রায় ৯৯% বাঙালি পেন্সিলের বাংলা অর্থ কী জানেন না। আমাদের মনেও সবার একই প্রশ্ন! কখনো কি ভেবেছেন পেন্সিলের বাংলা কী হতে পারে? অনেকে পেনের বাংলা কলম জানলেও পেন্সিলের বাংলা অর্থ জানেন না। যাইহোক এবার আপনিও জেনে নিন। আসলে পেন্সিলকে বাংলায় বলা হয় শিষযুক্ত লেখনী।

Image

এখন কেউ যদি আপনাকে পেন্সিলের বাংলার অর্থ জানতে চান খুব সহজেই বলতে পারবেন। ছোট থেকে সবাই এতবার পেন্সিল ব্যবহার করলেও এর বাংলা অর্থ জানার প্রয়োজন মনে হয় না। এখন আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখুন তো, তিনি পেন্সিলের বাংলা জানেন কিনা…!