১৮ ডিসেম্বর: জানেন অতীতে কী ঘটেছিল আজকের দিনে?

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

১৩৯৮ সাল: মোঙ্গল নেতা তৈমুর লং দিল্লির সুলতান মোহাম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নিয়েছিল।

১৮৬৫ সাল: মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলোপ সাধন করা হয়।

১৯৪১ সাল: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনাবাহিনী হংকংয়ে পৌঁছায় এবং সেখানকার সাধারণ নাগরিকদের হত্যা শুরু করে।

১৯৪১ সালে: আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল।

The Formation of The Azad Hind Fauj (Indian National Army) - Open Naukri

১৯৫২ সাল: সুরেন্দ্রনাথ দাশগুপ্ত যিনি একজন বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক, আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

১৯৬৩ সাল: মার্কিন অভিনেতা ব্র্যাড পিট আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৮৩ সাল: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন।

১৯৮৯ সাল: ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

This day, that year: 16-year-old Sachin Tendulkar made his international  debut | Cricket News – India TV

২০০৪ সাল: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে আজকের দিনে মৃত্যুবরণ করেন। যার নাম অনুসারে প্রতিবছর বিজয় হাজারে ট্রফি অনুষ্ঠিত হয়।

২০০৫ সাল: কানাডায় গৃহযুদ্ধের সূচনা হয়।

২০১৭ সাল: ভারত কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে ৩০টির মধ্যে ২৯টি স্বর্ণপদক জিতেছিল।

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস: জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়।