বর্তমানের ৫ সক্রিয় ভারতীয় খেলোয়াড় যারা একবার হলেও পাকিস্তানের মাটিতে খেলেছেন

ভারত পাকিস্তানের রাজনৈতিক জটিলতা নিয়ে উভয় দলই একে অপরের দেশে খেলতে নারাজ। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে আততায়ী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গেছে। সেই ঘটনার ১২ বছর পরও কোনো বিদেশি দল পাকিস্তানে যেতে রাজি হয় না। তবে ২০২৫ সালে আইসিসি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত করেছে, সেখানে ভারতীয় দল অংশ নেবে কিনা সেটা বড় প্রশ্ন। তবে বর্তমানে কিছু ভারতীয় খেলোয়াড় একবার হলেও পাকিস্তানের মাটিতে খেলেছেন। এবার দেখে নেওয়া যাক:

১) রোহিত শর্মা:

Asia Cup 2018: India's middle order in focus in low-key Hong Kong game -  Cricket Country

বর্তমান ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা ২০০৮ সালের এশিয়া কাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্য ছিলেন। সেই প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল পাকিস্তান। এই টুর্নামেন্টে রোহিত শর্মা ৬টি ম্যাচে ২৯ গড়ে ১১৬ রান করেন। এই ভারতীয় ওপেনার তখন ‘হিটম্যানে’ পরিণত হয়নি, যে কারণে স্ট্রাইক রেট (৭২.৫০) ছিল খুবই কম।

২) রবিন উথাপ্পা:

Every third game, I was moved around to a new position' - Robin Uthappa  feels he missed out on a long career due to frequently changing positions

রবিন উথাপ্পা জাতীয় দলের বাইরে হলেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাননি। তিনিও ২০০৮ সালে এশিয়া কাপে খেলেছিলেন, যেখানে ভারতীয় দল রানার্স আপ হয়ে টুর্নামেন্ট শেষ করে। এই টুর্নামেন্টে রবিন উথাপ্পা পুরোপুরি ব্যর্থ হন। এই ডানহাতি ব্যাটসম্যান মোট তিন ইনিংসে ৩৭ রান করেছিলেন।

৩) ইশান্ত শর্মা:

When an 18-year-old Ishant Sharma was left kit-less on his maiden ODI series

ভারতের সবচেয়ে অভিজ্ঞ সক্রিয় টেস্ট ক্রিকেটার ইশান্ত শর্মা ২০০৮ সালে এশিয়া কাপ খেলেছিলেন। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে তিনি পাঁচ ম্যাচে ৬টি উইকেট নিয়েছিলেন। ইশান্ত শর্মা ২০১৬ সালের পর থেকে ভারতের হয়ে আর সাদা বলের ক্রিকেট খেলেননি।

৪) পিয়ুষ চাওলা:

Page 6 - India's 2008 CB Series Squad: Where are they now?

ভারতীয় লেগ স্পিনার পিয়ুষ চাওলা ২০০৮ সালে এশিয়া কাপ খেলেছিলেন পাকিস্তানের মাটিতে। এই টুর্নামেন্টে তার পারফরম্যান্স অসাধারণ ছিল। পিয়ুষ চাওলা তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং ৫.১২ ইকোনমি রেটে ৬টি উইকেট শিকার করেন। তার সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৪-২৩ উইকেট।

৫) শ্রীশান্ত: 

Sreesanth World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স করার পর ভারতীয় দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেছিলেন শ্রীশান্ত। এরপর তিনি ২০০৮ সালে ভারতীয় দলের সাথে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেন। টুর্নামেন্টের পাঁচটি ম্যাচে তিনি ৬টি উইকেট নিয়েছিলেন। এই ডানহাতি ফাস্ট বোলার এখনও জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।