লাঠি ধরে চলার বয়সেও বিয়ে করেছেন বলিউডের যে সেলিব্রিটিরা

বিয়ের পিঁড়িতে বসতে বয়স দেখেননি যে বলি তারকারা

ভালোবাসা যে দূরত্ব আর বয়সের অঙ্কের সমীকরণ বোঝেনা, তারই প্রমাণ দিলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী ও রূপালী বড়ুয়া। তবে এই প্রথম নয়, এর আগেও অনেক বলি অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন, যারা লাঠি ধরার বয়সেও নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন। এবার তা এক নজরে দেখে নেওয়া যাক..

আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi): সম্প্রতি কলকাতা শহরেই সাত পাকে বাঁধা পড়েছেন আশিস বিদ্যার্থী। তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। ৬০ বছর বয়সী এই অভিনেতা রূপালী বড়ুয়ার সাথে গাঁড়ছড়া বাঁধেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাদের এই বয়সে বিয়ে করতে দেখে অনেকেই সমালোচনা করেন।

মিলিন্দ সোমান (Milind Soman): ২০১৮ সালে অভিনেতা মিলিন্দ সোমানকে ঘিরেও তুমুল সমালোচনা হয়েছিল নেট পাড়ায়। ৫২ বছর বয়সে সাত পাকে বাঁধা পড়েছিলেন অঙ্কিতার সাথে এবং তাদের বয়সের পার্থক্য ছিল প্রায় ২৫ বছর। মেয়ের বয়সী অঙ্কিতাকে বিয়ে করে মিলিন্দ সোমান প্রচুর সমালোচনা শিকার হয়েছিলেন। এটা ছিল তার দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালে এক ফরাসি অভিনেত্রীকে বিয়ে করেছিলেন কিন্তু তা কয়েক বছরের মধ্যেই ভেঙে যায়।

কবীর বেদি (Kabir Bedi): এই তালিকায় রয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা কবীর বেদিও। তিনি অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হলেও তিনি তার ব্যক্তিগত জীবন বিতর্কে ভরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো বয়সেও চার চার বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রথমবার বিয়ে করেছিলেন গৌরীকে। কিন্তু বারবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এবং বিচ্ছেদ ঘটে। ৭০ বছর বয়সে পা দিয়েও ২০১৬ সালে পারভীনকে বিয়ে করেন কবীর।

সুহাসিনী মুলে (Suhasini Mulay): বেশি বয়সে বিয়ে করার তালিকায় রয়েছেন একাধিক অভিনেত্রীও। ৬০ বছর বয়সে নিজের প্রেমিককে বিয়ে করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুহাসিনী মুলে। তিনি জীবনের অধিকাংশ সময় একাই কাটিয়েছেন। এর আগেও একবার তার মনের মানুষের সাথে একই ছাদের তলায় পথচলা শুরু হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০১১ সালে অতুলকে বিয়ে করেন, তিনি যিনি পেশায় একজন পদার্থবিজ্ঞানী।

নীনা গুপ্ত (Neena Gupta): বলিউড অভিনেত্রী নীনা গুপ্তের জীবন নিয়েও কম জলঢোলা হয়নি। ক্রিকেটার ভিভ রিচার্ডসের সাথেও তার সম্পর্ক ছিল এবং বিয়ের আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু এই সম্পর্কের পরিণতি পায়নি, নীনা একা হাতেই নিজের মেয়েকে বড় করে তুলেছেন। ২০১৮ সালে ৫০ বছর বয়সে নীনা বিবেক মেয়েরাকে বিয়ে করেন। এদিকে মাসাবার বিয়েতেও ভিভ রিচার্ডস উপস্থিত ছিলেন।

error: Content is protected !!