মুঘল ঘটনা: ভারত সম্পর্কে এই ধারণা ছিল বাবরের, যা ভারতীয়দের মোটেই পছন্দ নয়!

Baburnama: ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বাবর, তবে তিনি মাত্র ৪ বছরই দিল্লির সিংহাসনে বসতে পেরেছিলেন। এরপর হুমায়ুন ক্ষমতা দখল করেন। বাবরের আত্মজীবনী ‘বাবরনামা’তে ভারত সম্পর্কে মুগল সম্রাটের মতামত জানা যায়। তিনি ভারত সম্পর্কে ভালো মন্দ দুটোই লিখেছিলেন।

একদিকে তিনি ভারতীয়দের কুৎসিত বলে উল্লেখ করেছেন অন্যদিকে এ দেশের আম এবং ভারতীয়দের কাছ থেকে পাওয়া সোনার প্রশংসা করেছেন। এবার জেনে নেওয়া যাক মোগল সম্রাট বাবর ভারত সম্পর্কে কি কি লিখেছেন যা ভারতীয়দের মোটেই পছন্দ নয়।

Image

বাবর তার আত্মজীবনীতে লিখেছিলেন ভারত একটি আকর্ষণীয় দেশ, তবে এখানে মানুষ সুন্দর নয়। এখানকার সামাজিক কাঠামো খুব একটা সমৃদ্ধ নয়। কারও কবিতার দক্ষতা নেই। তাদের আচার-আচরণ ও মানসিকতাও ভালো নয়। ভালো আঙুর, মাংস, তরমুজ এবং ঘোড়া এখানে নেই। বাজারে ভালো খাবার, রুটি বা বরফ পাওয়া যায় না। এখানে কোন মাদ্রাসা ও বাথরুম নেই। 

তবে মুঘল সম্রাট বাবর ভারতের দুটি জিনিসের প্রশংসা করে গীতিনাট্য আবৃত্তি করতেন। ভারতের আম এবং ভারতীয়দের কাছে পাওয়া সোনার প্রশংসা করেন বাবর। ভারতের জন্মানো আম বাবরের খুবই পছন্দ ছিল। সে কথা তার আত্মজীবনী ‘বাবরনামা’তে লিখেছেন।

Image

উল্লেখ্য, মুঘল সম্রাট বাবর ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেছিলেন। এরপর বাবর ১৫২৭ সালে খানওয়া, ১৫২৮ সালে চান্দেরি এবং ১৫২৯ সালে ঘর্ঘরার যুদ্ধ করেন। এরপর তিনি ১৫৩০ সালে মারা যান। তিনি মাত্র কয়েক বছরই ভারত শাসন করতে পেরেছিলেন।

জানিয়ে রাখি, মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম শাসক এবং মুঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিত। ১৪৮৩ সালে তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি তৈমুর লঙ্গের ৬ষ্ঠ বংশধর ছিলেন।