ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন শব্দ যা লিখতে পারি, কিন্তু পড়তে পারি না?

Interview Questions: প্রত্যেক ছাত্রের স্বপ্ন থাকে আইএএস অফিসার হওয়া। কিন্তু ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয়। সিভিল সার্ভিসেস পরীক্ষা কে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। দেশের লক্ষ্য লক্ষ্য যুবক-যুবতী প্রতিবছর ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র সবচেয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।

আই পি এস বা আইএএস অফিসার হওয়ার জন্য প্রার্থীদের ইউপিএসসি পরীক্ষায় প্রি, মেইন এবং ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিত করা হয়। প্রার্থীরা লিখিত পরীক্ষা দুটো পাশ করলে তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এবার দেখে নেয়া যাক তেমনই কিছু প্রশ্ন। 

১) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি?
উত্তর: মহারাষ্ট্র।

২) প্রশ্ন: কোন প্রাণী জলে বাস করে কিন্তু জল পান করে না?
উত্তর: ব্যাঙ।

৩) প্রশ্ন: কোন প্রাণী দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয়?
উত্তর: গরুর দুধ।

৪) প্রশ্ন: এমন কি কাজ যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে?
উত্তর: অঙ্গদান করা।

৫) প্রশ্ন: ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি?
উত্তর: সিকিম।

Image

৬) প্রশ্ন: কোন প্রাণীর রক্তের রঙ সাদা?
উত্তর: আরশোলা।

৭) প্রশ্ন: এমন কি জিনিস যা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না?
উত্তর: থালা, বাটি, গ্লাস ইত্যাদি।

৮) প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে বেশি আলু কোথায় পাওয়া যায়?
উত্তর: পৃথিবীর অধিকাংশ আলু মাটির নিচেই পাওয়া যায়।

৯) প্রশ্ন: প্লাস্টিকের নোট চলে কোন দেশে?
উত্তর: অস্ট্রেলিয়া।

১০) প্রশ্ন: Samsung কোন দেশের কোম্পানি?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

Image

১১) প্রশ্ন: দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফার মালিক কে?
উত্তর: এইচএইচ শেখ খলিফা বিন জায়েদ।

১২) প্রশ্ন: ভারতবর্ষের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: চিলকা হ্রদ।

১৩) প্রশ্ন: যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কোনটি?
উত্তর: পরমবীর চক্র।

১৪) প্রশ্ন: ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তর: পৃথ্বীরাজ চৌহান।

১৫) প্রশ্ন: এমন কোন শব্দ যা লিখতে পারি, কিন্তু পড়তে পারি না?
উত্তর: এর উত্তর হলো ‘না’ শব্দটি। আসলে প্রশ্নের মধ্যেই উত্তরটি রয়েছে। আমরা পড়তে পারি — ‘না’। (আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমনই প্রশ্ন করা হয়েছিল)