আমিরের উপর ক্ষেপে গিয়ে সানি দেওল তাকে ‘মারতে’ চেয়েছিলেন, কেন জানেন?

যে কারণে আমির খানকে মারতে চেয়েছিলেন সানি দেওল

নব্বইয়ের দশকে বলিপাড়ার অভিনেতারা নিজেদের অভিনয় গুনে জায়গা করে নিয়েছেন দর্শক মনে। তবে বলিউডের অন্দরে কান পাতলেই প্রায়শই মাঝেমধ্যেই কানাঘুষো শোনা যায়, যে অভিনেতারা তাঁদের নিজস্ব ক্যারিয়ারের যতই সফল হন না কেন তাঁদের ব্যক্তিগত অশান্তি ফিল্মজগতেও প্রভাব ফেলে। এমনি আমির খান (Aamir Khan) এবং সানি দেওলের (Sunny Deol) মধ্যে অশান্তিও বলিপাড়ায় ছাপ ফেলেছিল।

Image

এই দুই তারকা আমির এবং সানির ঝামেলার সূত্রপাত শাহরুখের একটি ছবিকে কেন্দ্র করে। ১৯৯৩ সালে যশ চোপড়া পরিচালিত ‘ডর’ (Darr) ছবিটি মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করলেও। এই ছবিকে ঘিরেই অশান্তির দানা বাঁধতে শুরু করে দুজনের।

‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে যথেষ্ট নাম করেন শাহরুখ। কিন্তু এই চরিত্রের জন্য নাকি যশের প্রথম পছন্দ ছিলেন আমির খান। সেই প্রস্তাবে নাকি রাজিও হন আমির। পরিচালক যখন আমিরকে সিনেমার স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিলেন, সেই সময় থেকেই ঝামেলার সূত্রপাত।

Image

ওই সিনেমাটির একটি দৃশ্য আমিরকে বর্ণনা করেন যশ। ছবিতে সানিকে ছুরি দিয়ে দু’বার কোপ মারার কথা ছিল আমিরের। আহত হয়ে তার পর সেখান থেকে পালিয়ে যেতেন সানি। পরে আহত অবস্থাতেই আবার ফিরে এসে আমিরের সঙ্গে মারপিট করতে হত সানিকে। এই দৃশ্যটি শুনেই নাকি হাসিতে ফেটে পড়েন আমির।

যশকে উদ্দেশ্য করে আমির বলেন, ‘সানির মধ্যে এত ক্ষমতা আছে যে দু’বার ছুরির কোপ খাওয়ার পরেও আবার মারপিট করতে আসবে’ যদিও এটি মজার ছলেই বলেছিলেন আমির। তারপর আমিরের মন্তব্যও যখন সানির কানে যায় তখন আমিরকে জবাব দেন ,‘আমার শরীরে এতটাই জোর যে এর চেয়েও বেশি আহত হওয়ার পরে আমি আমিরকে মারতে পারব।’

Image

এমন কাদা ছোড়াছুড়ির পর সে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন আমির। এরপর শাহরুখ খলনায়কের চরিত্রে কাজ করার জন্য রাজি হন এবং সকলের নজর কাড়েন। বলিউডের একাংশের দাবি, ‘ডর’ ছবিকে ঘিরে দুই অভিনেতার মধ্যে যে অশান্তি শুরু হয় তার সমাধান আজও হয়নি। তবে এই নিয়ে আমির এবং সানির মধ্যে কেউই কোনও মন্তব্য করেননি।