ইন্টারভিউ প্রশ্ন: গরু দুধ দেয় আর মুরগি ডিম দেয়, বলুন তো দুটোই দেয়?

Interview Questions: যে পরীক্ষাটি ভারতের সেরা পরীক্ষা হিসেবে বিবেচিত হয়, তা শুধুমাত্র তার ইন্টারভিউয়ের কারণেও শিরোনামে থাকে। এই পরীক্ষাগুলিতে এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়, এর ইন্টারভিউতে এমন অনেক প্রশ্ন করা হয় যার উত্তর দিতে মানুষ পারে না এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্ন: কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে?
উত্তর: ৮টি রাজ্য।

২) প্রশ্ন: কোন দেশে রাতেও সূর্য দেখা যায়?
উত্তর: নরওয়ে।

৩) প্রশ্ন: KTM বাইক সংস্থা কোন দেশের কোম্পানি?
উত্তর: অস্ট্রিয়া।

৪) প্রশ্ন: সবচেয়ে কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি থাকে?
উত্তর: ভেড়া।

৫) প্রশ্ন: কোনার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: ওড়িশায়।

Image

৬) প্রশ্ন: কোন দেশের মানুষ ভারতে যেতে পারে না?
উত্তর: উত্তর কোরিয়া। (শুধু ভারত নয়, গোটা বিশ্বই তাদের জন্য বন্ধ)।

৭) প্রশ্ন: মানবদেহের বড় গ্রন্থি কোনটি?
উত্তর: লিভার।

৮) প্রশ্ন: বিখ্যাত মোবাইল সংস্থা নোকিয়া কোন দেশের কোম্পানি?
উত্তর: ফিনল্যান্ড।

৯) প্রশ্ন: ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ বইটি কার লেখা?
উত্তর: জহরলাল নেহেরু।

১০) প্রশ্ন: অপটিক্যাল ফাইবারের জনক কে?
উত্তর: নারিন্দর কাপানি।

Image

১১) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে ইংরেজি ভাষা তার সরকারি ভাষা?
উত্তর: নাগাল্যান্ড।

১২) প্রশ্ন: কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: কলিঙ্গ যুদ্ধ।

১৩) প্রশ্ন: প্রাচীন সাহিত্যে ‘বাংলা’কে কি বলা হয়?
উত্তর: গৌড়।

১৪) প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কোনটি?
উত্তর: দামোদর নদী।

১৫) প্রশ্ন: গরু দুধ দেয় আর মুরগি ডিম দেয়, বলুন তো দুটোই দেয়??
উত্তর: মুদিখানার দোকানদার (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)। তবে বৈজ্ঞানিক ভিত্তিতে উত্তরটি হলো — প্লাটিপাস নামক একটি প্রাণী রয়েছে, যে দুধ ও ডিম উভয়ই দেয়।