১২ বছরের বড় নায়কের সঙ্গে প্রেম, বাগদানের পর ভেঙেছে বিয়ে, ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকার ‘প্রাক্তন’কে চেনেন?

Rashmika Mandhana’s Love Story: দক্ষিণের গণ্ডি পেরিয়ে এখন পুরো ভারতবর্ষের ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছেন রশ্মিকা মান্ধনা (Rashmika Mandhana)। আজ ৫ই এপ্রিল তিনি তার ২৭তম জন্মদিন পালন করছেন। তার লক্ষ লক্ষ অনুরাগীরা তাকে অসংখ্য শুভেচ্ছা বার্তা জানিয়েছে। হয়তো কয়েক বছর আগেও ভাবতে পারেননি যে তিনি আকাশ ছোঁয়া সাফল্য পাবেন।

তবে অভিনেত্রী মাত্র ২১ বছর বয়সেই তার প্রেমিকের সাথে ঘর বাঁধা স্বপ্ন দেখেছিলেন, বাগদান করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের বিচ্ছেদ ঘটে। জানা যায়, একটি কলেজ ফেস্টিবলের প্রতিযোগিতায় নাম লিখিয়ে রশ্মিকা মান্ধনা সবাইকে পিছনে ফেলে সেরা হয়েছিলেন এবং তার এই সৌন্দর্যের দিকে এক চলচ্চিত্র নির্মাতার নজর পড়ে।

Image

এরপর ‘কিরিক পার্টি’ (‘Kirik Party) এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রশ্মিকা। যদিও তার পরিবার এতে সম্মতি দেননি। কিন্তু তিনি অভিনেত্রী হিসেবেই ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন রশ্মিকা, ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। এমনকি ২০১৬ সালে সবচেয়ে বেশি আয় করা কন্নড় ছবি হয়। এটি ছিল রোমান্টিক কমেডি ফিল্ম।

Image

রশ্মিকার বিপরীতে অভিনয় করেন রক্ষিত শেঠি (Rakshit Shetty)। এই ছবির মাধ্যমে তাদের বন্ধুত্ব থেকে সম্পর্কে গড়িয়েছিল। এমনকি তাদের এই সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যান। ২০১৭ সালে কর্ণাটকের নিজ শহরে তারা খুবই ঘটা করে বাগদান অনুষ্ঠান সারেন। তখন রশ্মিকার বয়স ছিল মাত্র ২১ এবং রক্ষিতের ৩৪। তাদের ১৩ বছরের বয়সের ব্যবধান হলেও সম্পর্কে কোনও প্রভাব পড়েনি।

Image

কিন্তু বছরখানেক পরেই রশ্মিকা বাগদান বাতিল করার সিদ্ধান্ত নেন। যদিও সেই সময় তাকে অনেকেই ঘৃণা করতে শুরু করে এবং তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। এ বিষয়ে রশ্মিকার মা জানেন, সামঞ্জস্যের সমস্যার কারণেই তারা পারস্পারিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেসব এখন অতীত। সম্প্রতি পুষ্পা ছবিতে তার জনপ্রিয়তা শিখরে ওঠে। বর্তমানে রশ্মিকা দুটি হিন্দি ছবি ‘মিশন মজনু’ (‘Mission Majnu) ও ‘অ্যানিম্যাল’ (Animal) এ কাজ করছেন।