Cricket
টেস্টে ব্যাটিং পজিশন অনুযায়ী, সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ভারতীয় ব্যাটসম্যানরা
টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা যে কোন পজিশনে নিজের সেরাটা দিতে সক্ষম। টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে মিডিল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের কোন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকালে তা দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। এদিন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ৮ নম্বরে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকিয়ে সকলের নজর কেড়েছেন।
আজকের প্রতিবেদনে রয়েছে, টেস্টে ব্যাটিং পজিশন অনুযায়ী সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ভারতীয় ব্যাটসম্যানরা! এবার দেখে নেওয়া যাক:-
ওপেনিং: সুনীল গাভাস্কার (২৯)
টেস্টের ইতিহাসের প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার, ভারতীয় ক্রিকেটার হিসেবে ওপেনিং করতে নেমে সর্বাধিক ২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তার ১২৫টি টেস্টে মোট ৩৪টি সেঞ্চুরি রয়েছে।
২নং পজিশন: বীরেন্দ্র শেহবাগ (১৯)
বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে দু’বার ট্রিপল সেঞ্চুরি করেছেন। তিনি দুই নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তার ১০৪টি টেস্টে মোট ২৩টি সেঞ্চুরি রয়েছে।
৩নং পজিশন: রাহুল দ্রাবিড় (২৮)
একজন আদর্শবান টেস্ট ক্রিকেটার হওয়ার সাথে সাথে, ৩নং ব্যাটিং পজিশনে সর্বাধিক ২৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল দ্রাবিড়। পরিসংখ্যানের কথা বললে, তার ১৬৪টি টেস্টে মোট ৩৬টি সেঞ্চুরি রয়েছে।
৪নং পজিশন: শচীন টেন্ডুলকার (৪৪)
টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী ও সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার ৪নং ব্যাটিং পজিশনে মোট ৪৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন – যা একটি বিশ্বরেকর্ডও। পরিসংখ্যানের কথা বললে, তার ২০০টি টেস্টে মোট ৫১টি সেঞ্চুরি রয়েছে।
৫নং পজিশন: মোহাম্মদ আজহারউদ্দিন (১৬)
ভারতীয় টেস্ট ক্রিকেটের ৫ নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। পরিসংখ্যানের কথা বললে, তার ৯৯টি টেস্টে মোট ২২টি সেঞ্চুরি রয়েছে।
৬নং পজিশন: ভিভিএস লক্ষ্মণ ও রবি শাস্ত্রী (৫)
এই পজিশনে যুগ্মভাবে সর্বাধিক ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভিভিএস লক্ষ্মণ ও রবি শাস্ত্রী। পরিসংখ্যানের কথা বললে, ভিভিএস লক্ষ্মণ ১৩৪ টেস্টে ১৭টি সেঞ্চুরি ও রবি শাস্ত্রী ৮০ টেস্টে ১১টি সেঞ্চুরি করেছেন।
৭নং পজিশন: কপিল দেব (৫)
বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব টেস্টে ৭ নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তার ১৩১টি টেস্টে মোট ৮টি সেঞ্চুরি রয়েছে।
৮নং পজিশন: রবীচন্দ্রন অশ্বিন (৩)
এদিন ইংল্যান্ডের বিপক্ষে ৮নং পজিশনে ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন রবীচন্দ্রন অশ্বিন। পরিসংখ্যানের কথা বললে, তার ৭৬ টেস্টে মোট ৫টি সেঞ্চুরি রয়েছে।
৯নং পজিশন: জয়ন্ত যাদব (১)
সর্বশেষ ৯নং ব্যাটিং পজিশন অনুযায়ী ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি মাত্র সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়ন্ত যাদব। পরিসংখ্যানের কথা বললে, তার ৪টেস্টে ১টি সেঞ্চুরি রয়েছে।
