ব্যাটিং পজিশন অনুযায়ী টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ভারতীয় ব্যাটসম্যানেরা

টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা যে কোন পজিশনে নিজের সেরাটা দিতে সক্ষম। টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে মিডিল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের কোন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকালে তা দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়।  

আজকের প্রতিবেদনে রয়েছে, টেস্টে ব্যাটিং পজিশন অনুযায়ী সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ভারতীয় ব্যাটসম্যানরা! এবার দেখে নেওয়া যাক:-

ওপেনিং: সুনীল গাভাস্কার (২৯)

Image result for Sunil Gavaskar

টেস্টের ইতিহাসে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ওপেনিং করতে নেমে সর্বাধিক ২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যান বললে, ১২৫টি টেস্টে তিনি মোট ৩৪টি সেঞ্চুরি করেছেন। 

২নং পজিশন: বীরেন্দ্র শেহবাগ (১৯)

Image result for Sehwag in test

বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে দু’বার ট্রিপল সেঞ্চুরি করেছেন। তিনি দুই নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যান বললে, ১০৪টি টেস্টে তিনি মোট ২৩টি সেঞ্চুরি করেছেন।

৩নং পজিশন: রাহুল দ্রাবিড় (২৮)

Image result for Dravid in Test

একজন আদর্শবান টেস্ট ক্রিকেটার হওয়ার সাথে সাথে, ৩নং ব্যাটিং পজিশনে সর্বাধিক ২৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল দ্রাবিড়। পরিসংখ্যান বললে, ১৬৪টি টেস্টে তিনি মোট ৩৬টি সেঞ্চুরি করেছেন।

৪নং পজিশন: শচীন টেন্ডুলকার (৪৪)

Image result for Tendulkar in test

টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী ও সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার ৪নং ব্যাটিং পজিশনে মোট ৪৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন – যা একটি বিশ্বরেকর্ডও। পরিসংখ্যান বললে, ২০০টি টেস্টে তিনি মোট ৫১টি সেঞ্চুরি করেছেন।

৫নং পজিশন: মোহাম্মদ আজহারউদ্দিন (১৬)

Image result for Mohammad Azharuddin test

ভারতীয় টেস্ট ক্রিকেটের ৫ নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। পরিসংখ্যান বললে, ৯৯টি টেস্টে তিনি মোট ২২টি সেঞ্চুরি করেছেন।

৬নং পজিশন: ভিভিএস লক্ষ্মণ ও রবি শাস্ত্রী (৫)

Image result for VVS in test

এই পজিশনে যুগ্মভাবে সর্বাধিক ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভিভিএস লক্ষ্মণ ও রবি শাস্ত্রী। পরিসংখ্যান বললে, ভিভিএস লক্ষ্মণ ১৩৪ টেস্টে ১৭টি সেঞ্চুরি ও রবি শাস্ত্রী ৮০ টেস্টে ১১টি সেঞ্চুরি করেছেন।

৭নং পজিশন: কপিল দেব (৫)

Image result for Kapil Dev in test

বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব টেস্টে ৭ নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যান বললে, ১৩১টি টেস্টে তিনি মোট ৮টি সেঞ্চুরি করেছেন।

৮নং পজিশন: রবীচন্দ্রন অশ্বিন (৩)

Image result for Ravichandran Ashwin century

এই তালিকায় একমাত্র সক্রিয় অলরাউন্ডার ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। একজন দুর্দান্ত স্পিনার হওয়ার পাশাপাশি ব্যাট হাতে এই পজিশনে তার ৩টি সেঞ্চুরি রয়েছে। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত ৭৯ টেস্টে তিনি ৫টি সেঞ্চুরি করেছেন।

৯নং পজিশন: জয়ন্ত যাদব (১)

Image result for Jayant Yadav century in Test

সর্বশেষ ৯নং ব্যাটিং পজিশন অনুযায়ী ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি মাত্র সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়ন্ত যাদব। ভারতের হয়ে তিনি ৪টি টেস্টে প্রতিনিধিত্ব করেন।