ম্যাথু হেডেনের মতে, আইপিএলের সবচেয়ে মূল্যবান ও প্রভাবশালী ক্রিকেটার কে?

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন জানিয়েছেন আইপিএলের সবচেয়ে প্রভাবশালী ও মূল্যবান ক্রিকেটার কে? জানিয়ে রাখি, এই বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান একসময় চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে শাসন করেছেন। আইপিএলের সম্প্রচারকারী একটি চ্যানেলের অনুষ্ঠানে ম্যাথু হেডেন তার মতামত প্রকাশ করেছেন।

Matthew Hayden takes swing at Heat's poor performance

এই প্রাক্তন অজি ক্রিকেট তারকা জানিয়েছেন, তার মতে আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ও প্রভাবশালী ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি। গত মরসুম থেকে ব্যাট হাতে আক্রমনাত্মক ব্যাটিং করতে না দেখা গেলেও তবুও হেডেনের কাছে সবার চেয়ে এগিয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক।

তবে এটা সত্যিই যে মহেন্দ্র সিং ধোনির ব্যাট আগের মতো আর ধারালো নেই। তবুও তার অবদানকে কোন ভাবে ছোট করা যায় না। যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন ও কঠিন সময় যে সিদ্ধান্ত নেন তা থেকে অনেক শেখার আছে।

MS Dhoni Turns The Clock Back; Wins Match For CSK With A Six. Watch |  Cricket News

২০২০ আইপিএলে প্রথমবার প্লে-অফে যোগ্যতা অর্জন করতে না পারলেও চলতি আইপিএলে ধোনির নেতৃত্বে ফের ঘুরে দাঁড়িয়েছে ‘ইয়োলো আর্মি’। এই মুহূর্তে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে কোয়ালিফাই করেছে।

ম্যাথু হেডেন এও দাবি করেছেন, ধোনির জন্যই একাধিক ক্রিকেটার নিজেদেরকে ভালোভাবে মেলে ধরতে পেরেছেন। এই বিষয়ে ম্যাথু হেডেন আরও বলেছেন, “ধোনি শুধু মাঠের মধ্যেই নয়, এর বাইরে ও একজন প্রকৃত নেতা। তাইতো ক্রিকেটারদেরকে ও আগলে রাখতে পারে।”