ইন্টারভিউ প্রশ্ন: কোন জিনিস যা কাটলেও আলাদা হয় না? ৯০% বলতে ব্যর্থ হয়েছেন

কী সেই জিনিস যা কাটলেও আলাদা হয় না

Interview Questions: চাকরির ইন্টারভিউ এর সময় প্রশ্নকর্তারা এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। এই ধরনের প্রশ্নগুলো শুনে কঠিন মনে হলেও এর উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। তাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর বেরিয়ে আসবে। আসলে প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্যই এই ধরনের কিছু অদ্ভুত প্রশ্ন করা হয়।  

১) প্রশ্নঃ অডিফোন কি? উত্তরঃ যারা কানে কম শোনেন তারা এটি কানে লাগিয়ে শুনতে পান। ২) প্রশ্নঃ কোন শহরকে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়? উত্তরঃ যোধপুর। ৩) প্রশ্নঃ ভারতের প্রথম সাইকেল কবে চালু হয়েছিল? উত্তরঃ ১৮৯০ সালে। ৪) প্রশ্নঃ নাইট্রিক অ্যাসিড দিয়ে অনেকদিন রেখে দিলে কেমন রং হবে? উত্তরঃ হলুদ বর্ণ।

৫) প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত তৈরি হয়েছে কোন নদীর গতিপথে? উত্তরঃ কাবেরী নদীর। ৬) প্রশ্নঃ ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশে সংবিধান থেকে গৃহীত? উত্তরঃ রাশিয়া। ৭) প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? উত্তরঃ মাদাগাস্কর। ৮) প্রশ্নঃ ভারতে সামরিক ব্যবস্থা চালু হয় কোন রাজাদের আমলে? উত্তরঃ গ্রিক রাজা।

৯) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায় অবস্থিত? উত্তরঃ আমাজন অববাহিকায়।
১০) প্রশ্নঃ হ্যারিকেন ঝড় দেখা যায় ভারতের কোন অঞ্চলে? উত্তরঃ ভারতের পশ্চিমাঞ্চলে। ১১) প্রশ্নঃ হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তরঃ চিকিৎসা বিদ্যায়।

১২) প্রশ্নঃ ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি? উত্তরঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর (১৩৬৬.৩ মিটার)। ১৩) প্রশ্নঃ মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর? উত্তরঃ মেলানিন। ১৪) প্রশ্নঃ নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? উত্তরঃ মুর্শিদাবাদ। ১৫) প্রশ্নঃ কোন জিনিস যা কাটলেও আলাদা হয় না? উত্তরঃ জল বা যেকোনও তরল পদার্থ।