ছবির ধাঁধা: পাথরে লুকিয়ে রয়েছে একটি ভেড়া, ঈগলের মত চোখ হলে তবেই খুঁজে পাবেন

Optical illusion: আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে চোখ রাখলেই অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি ভেসে ওঠে। তবে অনেকেই রয়েছেন একঘেয়েমি দূর করতে ধাঁধাঁর (puzzle) সমাধান করার চেষ্টা করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন। এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) জেনে নেওয়ার একটি ভালো উপায়।

এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি ভেড়া (sheep)। উপরে শেয়ার করা ছবিটিতে দেখতেই পাচ্ছেন একটি পাথুরে সংকীর্ণ এলাকার এবং সেখানে অনেক পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তবে এরই মধ্যে কোথাও একটি ভেড়া লুকিয়ে রয়েছে, যা খুঁজে বের করতে হবে। আপনার দৃষ্টিশক্তি (sight) ভালো হলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

Image

দাবি করা হয়েছে, ঈগলের মত দৃষ্টি শক্তি হলে তবে লুকিয়ে থাকা ভেড়াটি খুঁজে পাবেন। অনেকে ছবিটির দিকে বহুক্ষণ তাকিয়ে থাকার পরেও ছবি রহস্য বুঝতে পারেননি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এমনকি বুদ্ধিমানেরাও ছবিটি সনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। তবে ইতিমধ্যেই যারা ভেড়াটি খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ।

আসলে ধাঁধার ছবিগুলি দেখতে সাধারণ হলেও আমাদের মনকে বিভ্রান্ত করে তোলে। তবে আপনার ক্ষেত্রেও যদি এখনো লুকিয়ে থাকা প্রাণীটিকে খুঁজে বের করা কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। প্রথমে ছবিটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন। ছবিটির মাছ বরাবর তাকান, এরপর সামান্য বাঁদিকে চোখ সরালেই ভেড়াটি দেখতে পাবেন।

Image

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভাল পর্যবেক্ষক হতে পারেন। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক চিন্তা করলেই বেরিয়ে আসতে পারে ছবির রহস্য। এছাড়াও ধাঁধাগুলি আমাদের মস্তিষ্কের জন্য একটি ভালো ব্যায়ামও।