দৃষ্টি বিভ্রম: এই ছবির মধ্যে একটি বিড়াল লুকিয়ে আছে, প্রায় ৯৮% লোক খুঁজতে ব্যর্থ!

সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। এরমধ্যে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি সমান পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। অনেকেই রয়েছেন যারা মজার কুইজ ও ধাঁধার সমাধান করতে পছন্দ করেন, তাহলে এই প্রতিবেদনটি কেবল সেই সকল লোকদের জন্য যেখানে একটি বিড়ালকে খুঁজে বের করতে হবে।

উপরে শেয়ার করা ছবিটি সম্ভবত একটি লাল রঙ করা টিনের প্রাচীরের, যার উপর দিয়ে গাছের পাতাগুলি ঝুঁকে পড়েছে। তবে এরই মধ্যে কোথাও একটি বিড়াল লুকিয়ে আছে যা সহজেই বোঝা যাচ্ছে না। তবে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষদের ক্ষেত্রে খুঁজে পাওয়া খুবই সহজ ব্যাপার।

দাবি করা হয়েছে, কেবল ২% মানুষ ছবিটির মধ্যে থেকে বিড়ালটিকে খুঁজে পেয়েছেন। বাকিরা হাল ছেড়ে দিয়েছেন। এমনকি বুদ্ধিমানেরাও বিড়ালটি সনাক্ত করতে পারেননি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মন ও মস্তিষ্ককে বিভ্রান্ত করলেও আপনার দৃষ্টি শক্তি কতটা ভালো তা প্রকাশ করতে পারে।

আপনি যদি ইতিমধ্যেই বিড়ালটিকে খুঁজে পান তাহলে মানতেই হবে আপনার চোখ সত্যি তীক্ষ্ণ এবং আপনি জিনিয়াস। তবে যারা বিড়ালটি সনাক্ত করতে ব্যর্থ হয়েছেন, চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। মস্তিষ্কের ধাঁধার ছবিগুলি এমনই যেখানে লুকিয়ে থাকা বস্তুগুলিকে খুঁজতে হিমশিম খেতে হয়।

উত্তর খোঁজার আগে ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ছবিটির মাঝবরাবর অংশে বিড়ালটি উঁকি দিচ্ছে। আপনি যদি এখনো বুঝতে না পারেন তাহলে নিম্নাংশে লাল বৃত্তের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। সবশেষে জানিয়ে রাখি, ছবির ধাঁধার সমাধান করা একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও। 

Image