রোহিত শর্মা অধিনায়ক হলে মুম্বাই ইন্ডিয়ান্সের ৭ জন খেলোয়াড় একাদশে সুযোগ পাবেন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারার পর বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। একই সাথে রোহিত শর্মাকে নেতৃত্ব দেওয়ার দাবি জানাচ্ছেন। কেননা তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার শিরোপা জয় এবং টিম ইন্ডিয়ার হয়ে নিদাহাস ট্রফি ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টও জিতেছেন। 

এবার রোহিত শর্মা যদি অধিনায়ক হন তবে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ তিনি অধিনায়ক হওয়ার পর তাদের প্রতি মনোনিবেশ করবেন। জাতীয় দলে এক-দুজন নয়, বরং ৬-৭ জন মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় একাদশে সুযোগ পেতে পারে। 

This Is What Rohit Sharma Tweeted After Virat Kohli Dismissed Reports Of Rift | HuffPost null

প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কিরন মোরে একবার জানিয়েছিলেন, সীমিত ওভারের ক্রিকেটে শীঘ্রই রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হবে। তবে তিনি দায়িত্ব পেলে কিছু হোক বা না হোক, ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের সুযোগ বেশি থাকবে এটুকু বলা যায়। ইতিমধ্যেই তারা জাতীয় দলের সদস্যও হয়েছেন।

এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে টিম ইন্ডিয়া পরিকল্পনা করা যায় না। এই খেলোয়াড়দের পাশাপাশি ক্রুনাল পান্ডিয়া ও স্পিনার হিসেবে রাহুল চাহার রোহিত শর্মার পছন্দ হয়ে উঠতে পারেন।

Rahul Chahar on Twitter: "Honoured to be a part and contribute to Team India's win today. What a feeling 🇮🇳 #INDvsENG… "

রোহিত শর্মা সর্বদা তরুণ খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এবার তিনি যদি জাতীয় দলের অধিনায়ক হন তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের তার সহ খেলোয়াড়দের প্রাধান্য দেবেন এটা নিশ্চিত। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিধ্বংসী ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও ঈশান কিশান অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন। 

We dreamt together, we waited together, we fulfilled together' - Suryakumar Yadav on making India debut

প্রায়ই অভিযোগ করা হয় যে, অধিনায়ক তার পছন্দের খেলোয়াড়দের দলে জায়গা দেন। প্রাক্তন অধিনায়ক ধোনি ও বর্তমান বিরাট কোহলি সম্পর্কে তেমনই কিছু বলা হয়েছে। এবার রোহিত শর্মা যদি অধিনায়ক হন তাহলে তার বিরুদ্ধেও এমন প্রশ্নই উঠতেই পারে।